Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 1,141
- Comments
- 1,333
- Solutions
- 1
- Reactions
- 12,660
- Thread Author
- #1
এক বর্ণনায় এসেছে- একবার খলীফা হারুনুর রশীদ চারজন ডাক্তারকে একত্রিত করলেন। তাদের একজন ভারতীয়, একজন রোমান, একজন ইরাকি আর একজন সাওয়াদি। তিনি তাদেরকে বললেন, 'আপনারা প্রত্যেকে এমন একটি ওষুধের কথা বলুন, যার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।' ভারতীয় ডাক্তার বললেন, 'আমার কাছে মনে হয় তা হলো-আমলকি, হরতকি আর বহেড়া।' ইরাকি ডাক্তার বললেন, 'পার্শ্বপ্রতিক্রিয়াহীন ওষুধ হলো মেথির বীজ।' রোমান ডাক্তার বললেন, 'আমার কাছে মনে হয়, তা গরম পানি।' সাওয়াদি ডাক্তারটি ছিলেন তাদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী। তিনি সকলেরটা বিশ্লেষণ করে বললেন, 'আমলকি, হরতকি আর বহেড়া পাকস্থলীকে ঝাঁকুনি দেয়; এটি একটি মন্দ প্রতিক্রিয়া। মেথির বীজ পেটকে পিচ্ছিল করে; এটিও একটি মন্দ প্রতিক্রিয়া। গরম পানি পেটকে শিথিল করে দেয়, যা ব্যক্তির জন্য ভালো কিছু নয়।' তখন অন্যরা জিজ্ঞেস করলেন, 'আপনার কাছে কী আছে?' তিনি বললেন, 'আমার কাছে পার্শ্বপ্রতিক্রিয়াহীন ওষুধ হলো- যতক্ষণ না ইচ্ছা হয়, ততক্ষণ খাবার না খাওয়া এবং ইচ্ছা থাকা অবস্থাতেই তা থেকে হাত সরিয়ে নেওয়া।' তারা বললেন, 'আপনি সত্য বলেছেন।'
– গাযালী, ইহইয়াউ উলূমিদ্দিন: ৩/৮৭
– গাযালী, ইহইয়াউ উলূমিদ্দিন: ৩/৮৭