পরিচিতি সংযুক্তি

mmjoy

Salafi
Salafi User
Joined
Sep 22, 2023
Threads
5
Comments
9
Reactions
56
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,
আমি মো: মহিউদ্দীন জয়, জন্মসূত্রে আমার বেড়ে উঠা চট্টগ্রামে, বর্তমানে চট্টগ্রামেই সেটেল আলহামদুলিল্লাহ। যদিও বা আমার গ্রামের বাড়ি কুমিল্লা। চট্টগ্রামের একটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং শেষ করে একটি আইটি ফার্মে ইঞ্জিনিয়ার হিসেবে নিযুক্ত ছিলাম বর্তমানে চাকরি টি ছেড়ে দিয়েছি। নতুন চাকরির সন্ধান আছি।

আমি আকিদা এবং মানহাজের দিক দিয়ে সালাফি মানহাজের অনুসারী। এবং এই সালাফি মানহাজকেই মনে প্রাণে ধারণ করার চেষ্টা করছি। আল্লাহর কাছে সাহায্য চাই, তিনি যেন আমাকে এই সালাফি মানহাজের এর উপর অটল রাখে।
দ্বীনি ইলমের ব্যাপারে খুবই নগন্য একজন মানুষ আমি। আল্লাহর কাছে সব সময় চাই তিনি যেন আমার ইলম অর্জনের পথ সুগম করে দিক এবং এরই সাথে এই ফোরামের দ্বীনি ভাইদের ও সহযোগীতা কামনা করছি।
 
Similar threads Most view View more
Back
Top