- Joined
- Jan 3, 2023
- Threads
- 774
- Comments
- 924
- Reactions
- 8,161
- Thread Author
- #1
ইমাম সুফিয়ান আস সাওরী (রাহিমাহুল্লাহ) বলতেন,
‘আমি তোমাদের খেতে নিষেধ করছি না। তবে কোথা থেকে খাচ্ছ তা লক্ষ রাখবে। সময়-সুযোগ থাকলে ভ্রমণ করবে। কিন্তু কোথায় এবং কার কাছে যাচ্ছ সেটা খেয়াল রাখবে। প্রয়োজন হলে কথা বলবে, কিন্তু কী বলছ এবং কীভাবে বলছ, সেদিকে নজর রাখবে। আমি কীভাবে তোমাদের পানাহার ও পোশাক-পরিচ্ছদ গ্রহণের ব্যাপারে নিষেধ করতে পারি, যেখানে মহান আল্লাহ তোমাদের এগুলো করতে বলছেন-
یٰبَنِیۡۤ اٰدَمَ خُذُوۡا زِیۡنَتَکُمۡ عِنۡدَ کُلِّ مَسۡجِدٍ وَّ کُلُوۡا وَ اشۡرَبُوۡا وَ لَا تُسۡرِفُوۡا ۚ اِنَّهٗ لَا یُحِبُّ الۡمُسۡرِفِیۡنَ
অর্থ : হে আদমের বংশধরগণ! তোমরা প্রত্যেক নামাযের সময় সুন্দর পরিচ্ছদ পরিধান কর। পানাহার কর, কিন্তু অপচয় করো না। নিশ্চয় তিনি অপচয়কারীদেরকে পছন্দ করেন না।’ [সূরা আরাফ, আয়াত : ৩১]
— হিলইয়াতুল আউলিয়া, খন্ড : ৭
‘আমি তোমাদের খেতে নিষেধ করছি না। তবে কোথা থেকে খাচ্ছ তা লক্ষ রাখবে। সময়-সুযোগ থাকলে ভ্রমণ করবে। কিন্তু কোথায় এবং কার কাছে যাচ্ছ সেটা খেয়াল রাখবে। প্রয়োজন হলে কথা বলবে, কিন্তু কী বলছ এবং কীভাবে বলছ, সেদিকে নজর রাখবে। আমি কীভাবে তোমাদের পানাহার ও পোশাক-পরিচ্ছদ গ্রহণের ব্যাপারে নিষেধ করতে পারি, যেখানে মহান আল্লাহ তোমাদের এগুলো করতে বলছেন-
یٰبَنِیۡۤ اٰدَمَ خُذُوۡا زِیۡنَتَکُمۡ عِنۡدَ کُلِّ مَسۡجِدٍ وَّ کُلُوۡا وَ اشۡرَبُوۡا وَ لَا تُسۡرِفُوۡا ۚ اِنَّهٗ لَا یُحِبُّ الۡمُسۡرِفِیۡنَ
অর্থ : হে আদমের বংশধরগণ! তোমরা প্রত্যেক নামাযের সময় সুন্দর পরিচ্ছদ পরিধান কর। পানাহার কর, কিন্তু অপচয় করো না। নিশ্চয় তিনি অপচয়কারীদেরকে পছন্দ করেন না।’ [সূরা আরাফ, আয়াত : ৩১]
— হিলইয়াতুল আউলিয়া, খন্ড : ৭