নিষেধ করছি না – ইমাম সুফিয়ান আস সাওরী

Joined
Jan 3, 2023
Threads
774
Comments
924
Reactions
8,161
ইমাম সুফিয়ান আস সাওরী (রাহিমাহুল্লাহ) বলতেন,

‘আমি তোমাদের খেতে নিষেধ করছি না। তবে কোথা থেকে খাচ্ছ তা লক্ষ রাখবে। সময়-সুযোগ থাকলে ভ্রমণ করবে। কিন্তু কোথায় এবং কার কাছে যাচ্ছ সেটা খেয়াল রাখবে। প্রয়োজন হলে কথা বলবে, কিন্তু কী বলছ এবং কীভাবে বলছ, সেদিকে নজর রাখবে। আমি কীভাবে তোমাদের পানাহার ও পোশাক-পরিচ্ছদ গ্রহণের ব্যাপারে নিষেধ করতে পারি, যেখানে মহান আল্লাহ তোমাদের এগুলো করতে বলছেন-

یٰبَنِیۡۤ اٰدَمَ خُذُوۡا زِیۡنَتَکُمۡ عِنۡدَ کُلِّ مَسۡجِدٍ وَّ کُلُوۡا وَ اشۡرَبُوۡا وَ لَا تُسۡرِفُوۡا ۚ اِنَّهٗ لَا یُحِبُّ الۡمُسۡرِفِیۡنَ

অর্থ : হে আদমের বংশধরগণ! তোমরা প্রত্যেক নামাযের সময় সুন্দর পরিচ্ছদ পরিধান কর। পানাহার কর, কিন্তু অপচয় করো না। নিশ্চয় তিনি অপচয়কারীদেরকে পছন্দ করেন না।’ [সূরা আরাফ, আয়াত : ৩১]

— হিলইয়াতুল আউলিয়া, খন্ড : ৭
 
Back
Top