নিশ্চয়ই ইলম হলো দ্বীন: ইলম গ্রহণে সতর্কতা

Joined
Jul 26, 2024
Threads
10
Comments
10
Reactions
129
ইমাম মালিক "নিশ্চয়ই এই ইলম হলো দীন সুতরাং তোমরা দেখো কার থেকে তোমাদের দীন গ্রহণ করছ। নিশ্চয়ই আমি এই মসজিদে সত্তরজন লোকের সাথে সাক্ষাৎ করেছি - এবং তিনি তাঁর হাত দিয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর মসজিদের দিকে ইশারা করলেন - তারা সকলেই বলেছেন: 'অমুক অমুক বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন,’ [অর্থাৎ হাদিস বর্ণনা করেছেন] অথচ আমি তাদের থেকে কোনো (ইলম) নেই নি। (এমনকি) তাদের কাউকে যদি বাইতুল মালের দায়িত্ব দেওয়া হতো তবে (নিশ্চয়ই) তিনি বিশ্বস্ত এবং সৎ হতেন, [তবুও আমি তাদের থেকে ইলম নেই নি] কারণ তারা এই বিষয়ের লোকদের (আহলুল ইলমদের) অন্তর্ভুক্ত ছিলেন না।"

উৎস: যাম্মুল কালাম (৮৮৭), তাহযীব আল-কামাল (৪৩৯/২৬)

Markaz Al-Imam At-Tahawee
Dhaka • Chattogram • Bangladesh
 
Back
Top