শুধু রামাযানে বা রামাযানের ২৭ তারিখে কবর যিয়ারত করা যাবে না। শরী‘আতে এ ধরনের আমলের কোন ভিত্তি নেই। বরং যেকোন সময়, যেকোন দিনে কবর যিয়ারত করবে (সহীহ মুসলিম, হা/৯৭৪, ১ম খণ্ড, পৃ. ৩১৩; মিশকাত, হা/১৭৬৭; বঙ্গানুবাদ মিশকাত, হা/১৬৭৩, ৪/১০৪-০৫ পৃ.)।
সূত্র: আল-ইখলাছ।
Last edited: