উত্তর: কোন ব্যক্তি যদি তার নিজ নিতম্ভ স্পর্শ করে, তাহলে তার ওযূ ভঙ্গ হবে না। কিন্তু কেউ যদি মলদ্বারের বৃত্তে কাপড় ছাড়া স্পর্শ করে তাহলে ওযূ ভঙ্গ হয়ে যাবে।
বুসরাহ্ (রাদিআল্লাহু আনহা) বলেন, রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, مَنْ مَسَّ ذَكَرَهُ فَلْيَتَوَضَّأْ
“যে নিজের যৌনাঙ্গ স্পর্শ করে সে যেন ওযূ করে নেয়'।” – আবু দাউদ: ১৮১, নাসায়ী: ৪৪৪, ইবনে মাজাহ: ৪৮১; সহীহ
উক্ত হাদীছের ব্যাখ্যায় সৌদি স্থায়ী ফতোয়া কমিটির সাবেক সদস্য ইবনু উছাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন, “ফারজ (فرج) শব্দটি সামনে ও পিছন উভয় লজ্জাস্থানকে বুঝায়। অতএব উভয় লজ্জাস্থানের যে কোন একটি কাপড় ছাড়া স্পর্শ করলে ওযু ভঙ্গ হয়ে যাবে।” – শারহুল মুমতে', ১ম খন্ড, পৃ: ২৯৩
– মাসিক আল ইখলাস, আগস্ট ২০২৪
বুসরাহ্ (রাদিআল্লাহু আনহা) বলেন, রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, مَنْ مَسَّ ذَكَرَهُ فَلْيَتَوَضَّأْ
“যে নিজের যৌনাঙ্গ স্পর্শ করে সে যেন ওযূ করে নেয়'।” – আবু দাউদ: ১৮১, নাসায়ী: ৪৪৪, ইবনে মাজাহ: ৪৮১; সহীহ
উক্ত হাদীছের ব্যাখ্যায় সৌদি স্থায়ী ফতোয়া কমিটির সাবেক সদস্য ইবনু উছাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন, “ফারজ (فرج) শব্দটি সামনে ও পিছন উভয় লজ্জাস্থানকে বুঝায়। অতএব উভয় লজ্জাস্থানের যে কোন একটি কাপড় ছাড়া স্পর্শ করলে ওযু ভঙ্গ হয়ে যাবে।” – শারহুল মুমতে', ১ম খন্ড, পৃ: ২৯৩
– মাসিক আল ইখলাস, আগস্ট ২০২৪