Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 841
- Comments
- 1,003
- Reactions
- 8,908
- Thread Author
- #1
• সালিম ইবনু আব্দুল্লাহ (রাদিআল্লাহু আনহু) তাঁর পিতা (আব্দুল্লাহ) থেকে বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনু উমার (রাদিআল্লাহু আনহুমা) বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন উমার ইবনুল খাত্ত্বাব (রাদিআল্লাহু আনহু)- কে কিছু দান করতেন, তখন তিনি বলতেন, সে আমার চেয়ে বেশি অভাবগ্রস্ত, তাকে দিন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাঁকে বলতেন, এটা গ্রহণ কর অতঃপর তাকে দাও বা তাকে ছাদাক্বা করে দাও। আর তিনি বলতেন, যখন তোমার নিকট এসব মালের কিছু আসে অথচ তার প্রতি তোমার অন্তরের লোভ নেই এবং তার জন্য তুমি প্রার্থী নও, তখন তা তুমি গ্রহণ করবে। এরূপ না হলে তুমি তার প্রতি অন্তর ধাবিত করবে না। সালিম (রাদিআল্লাহু আনহু) বলেন, এই কারণে ইবনু উমার (রাদিআল্লাহু আনহু) কারও নিকট কিছু চাইতেন না এবং তাঁকে কিছু দেয়া হলে তা ফিরিয়ে দিতেন না। [1]
• খালিদ ইবনু 'আদী আল-জুহানী (রাদিআল্লাহু আনহু) বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে বলতে শুনেছি, তিনি বলেছেন, অন্তরের লোভ এবং চাওয়া ব্যতীত যার নিকট তাঁর ভাইয়ের নিকট হতে কোন অনুগ্রহ আসবে, সে যেন তা গ্রহণ করে এবং ফেরত না দেয়। [2]
• আবূ হুরায়রা (রাদিআল্লাহু আনহু) থেকে বর্ণিত, নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, চাওয়া ব্যতীত আল্লাহ যাকে সম্পদ প্রদান করেন, সে যেন তা গ্রহণ করে। কেননা সেটা রিযিক এবং আল্লাহ তাকে সেদিকেই তাড়িয়ে নেয় বা এগিয়ে নেয়। [3]
[1] বুখারী, হা. ১৪৭৩; মুসলিম, হা. ১০৪৫
[2] ইবনু হিব্বান, হা. ৩৪০৪ (সহীহ)
[3] মুসনাদে আহমাদ, হা. ৭৯০৮; সহীহুল জামে‘, হা. ৫৯২১
• খালিদ ইবনু 'আদী আল-জুহানী (রাদিআল্লাহু আনহু) বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে বলতে শুনেছি, তিনি বলেছেন, অন্তরের লোভ এবং চাওয়া ব্যতীত যার নিকট তাঁর ভাইয়ের নিকট হতে কোন অনুগ্রহ আসবে, সে যেন তা গ্রহণ করে এবং ফেরত না দেয়। [2]
• আবূ হুরায়রা (রাদিআল্লাহু আনহু) থেকে বর্ণিত, নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, চাওয়া ব্যতীত আল্লাহ যাকে সম্পদ প্রদান করেন, সে যেন তা গ্রহণ করে। কেননা সেটা রিযিক এবং আল্লাহ তাকে সেদিকেই তাড়িয়ে নেয় বা এগিয়ে নেয়। [3]
[1] বুখারী, হা. ১৪৭৩; মুসলিম, হা. ১০৪৫
[2] ইবনু হিব্বান, হা. ৩৪০৪ (সহীহ)
[3] মুসনাদে আহমাদ, হা. ৭৯০৮; সহীহুল জামে‘, হা. ৫৯২১
Last edited: