পোশাক, সাজসজ্জা ও ছবি নারীর কৃত্রিম চুল ব্যবহার

Joined
Jan 12, 2023
Threads
864
Comments
1,113
Solutions
20
Reactions
13,043
প্রশ্ন: নারীরা রূপসজ্জার জন্য যেসব সামগ্রী ব্যবহার করে থাকে, তার মধ্যে অন্যতম হলো, কৃত্রিম চুল। সৌন্দর্য বৃদ্ধির জন্য এসব চুল ব্যবহারের হুকুম কী?

উত্তর: রূপসজ্জার জন্য কৃত্রিম চুল ব্যবহার বৈধ নয়। কেননা এর মাধ্যমে নারীর মাথা বাস্তবের থেকে বেশি লম্বা দেখায়। রাসূল (ﷺ) পরচুলা ব্যবহারকারী এবং এ পেশাধারী নারীদের অভিশাপ দিয়েছেন। কিন্তু নারীর মাথায় যদি বাস্তবেই চুল না থাকে, তাহলে খুঁত ঢাকার জন্য কৃত্রিম চুল ব্যবহারে কোনো সমস্যা নেই। কেননা খুঁত দূর করা শরীআতে বৈধ। এ কারণে রাসূল (ﷺ) কোনো এক যুদ্ধে একজন ছাহাবীর নাক কাটা পড়লে তাকে স্বর্ণের নাক বানিয়ে নিতে বলেন।

এমনিভাবে কারও নাক বাঁকা হলে সোজা করে নিতে পারে। যদি কোনো কালো দাগ থাকে, তাহলে সে দাগ দূর করতেও কোনো সমস্যা নেই। তবে খুঁত দূর করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে হলে বৈধ হবে না।

যেমন: উলকি অঙ্কন, ভ্রুর চুল উৎপাটন ইত্যাদি। স্বামী অনুমতি দিলেও কৃত্রিম চুল ব্যবহার করা হারাম। কারণ, মহান আল্লাহ যেটিকে হারাম করেছেন, সেটিতে অন্য কারও অনুমতি বা সন্তুষ্টির মূল্য নেই।

১. সহীহ বুখারী, হা/৫৯৪৭।

মূল : শায়খ মুহাম্মাদ ইবনে ছলেহ আল-উছায়মীন
-অনুবাদ : ড. আব্দুল্লাহিল কাফী মাদানী​
 
Last edited:
Similar threads Most view View more
Back
Top