Knowledge Sharer
ilm Seeker
Uploader
Salafi User
- Joined
- Jan 12, 2023
- Threads
- 864
- Comments
- 1,113
- Solutions
- 20
- Reactions
- 13,053
- Thread Author
- #1
প্রশ্ন: ইদানীং দেখা যাচ্ছে, নারীরা সৌন্দর্যের উদ্দেশ্যে কাঁধ পর্যন্ত চুল রাখছে, উঁচু হিল পরছে এবং বিভিন্ন রূপসজ্জার সামগ্রী ব্যবহার করছে। শরীআতের দৃষ্টিতে এগুলোর হুকুম সম্পর্কে জানতে চাই।
উত্তর: নারীরা যদি এমনভাবে চুল ছোট করে, যাতে পুরুষদের সাদৃশ্যপূর্ণ হয়, তাহলে এটি হারাম এবং কাবীরা গুনাহের অন্তর্ভুক্ত। কারণ, পুরুষের বেশধারী নারীকে আল্লাহর রাসূল (ﷺ) অভিশাপ দিয়েছেন। তবে যদি পুরুষদের সাদৃশ্যপূর্ণ না হয়, তাহলে এ বিষয়ে উলামায়ে কেরামের তিনটি মত রয়েছে। কেউ বৈধ বলেছেন। আবার কেউ বলেছেন, হারাম। আবার অনেকেই মাকরূহ বলেছেন। অবশ্য হাম্বলী মাযহাবে মাকরূহ হিসেবেই প্রসিদ্ধ।
প্রকৃতপক্ষে বাইরের দেশ থেকে আসা প্রত্যেক রীতিকে গ্রহণ করা আমাদের জন্য উচিত নয়। আমরা অল্প কিছুদিন পূর্বেই দেখেছি, নারীরা তাদের ঘন ও লম্বা চুল নিয়ে প্রতিযোগিতা করত। কিন্তু আজকে তাদের কী এমন হলো যে, তারা চুল ছোট করার প্রতি ঝুঁকে পড়ছে? অথচ এটি আমাদের বাইরের দেশ থেকে আসা একটি রীতি। আমি সব নতুন বিষয় গ্রহণ করতে নিষেধ করছি না, বরং যেগুলোর মাধ্যমে মুসলিম সমাজে অমুসলিমদের রীতিনীতি ছড়িয়ে পড়বে, সেগুলো থেকে নিষেধ করছি।
কোনো নারী যদি অস্বাভাবিক উঁচু হিল পরে এবং সবার মাঝে নিজেকে প্রদর্শন করে তাদের দৃষ্টি তার দিকে ফিরায়, তাহলে এটি বৈধ নয়। কারণ মহান আল্লাহ বলেন,
'তোমরা জাহেলী যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না' (আল-আহযাব, ৩৩/৩৩)।
সুতরাং কোনো নারী যদি সাজসজ্জা করে নিজেকে প্রদর্শন করে অন্য নারীদের মাঝে নিজের স্বতন্ত্রতা বজায় রাখতে চায়, তাহলে সেটি হারাম এবং কোনো অবস্থাতেই এটি করা তার জন্য বৈধ নয়। কোনো ক্ষতি বা ফেতনার আশঙ্কা না থাকলে যে-কোনো রূপসজ্জার সামগ্রী ব্যবহার করাতে কোনো বাধা নেই।
উত্তর: নারীরা যদি এমনভাবে চুল ছোট করে, যাতে পুরুষদের সাদৃশ্যপূর্ণ হয়, তাহলে এটি হারাম এবং কাবীরা গুনাহের অন্তর্ভুক্ত। কারণ, পুরুষের বেশধারী নারীকে আল্লাহর রাসূল (ﷺ) অভিশাপ দিয়েছেন। তবে যদি পুরুষদের সাদৃশ্যপূর্ণ না হয়, তাহলে এ বিষয়ে উলামায়ে কেরামের তিনটি মত রয়েছে। কেউ বৈধ বলেছেন। আবার কেউ বলেছেন, হারাম। আবার অনেকেই মাকরূহ বলেছেন। অবশ্য হাম্বলী মাযহাবে মাকরূহ হিসেবেই প্রসিদ্ধ।
প্রকৃতপক্ষে বাইরের দেশ থেকে আসা প্রত্যেক রীতিকে গ্রহণ করা আমাদের জন্য উচিত নয়। আমরা অল্প কিছুদিন পূর্বেই দেখেছি, নারীরা তাদের ঘন ও লম্বা চুল নিয়ে প্রতিযোগিতা করত। কিন্তু আজকে তাদের কী এমন হলো যে, তারা চুল ছোট করার প্রতি ঝুঁকে পড়ছে? অথচ এটি আমাদের বাইরের দেশ থেকে আসা একটি রীতি। আমি সব নতুন বিষয় গ্রহণ করতে নিষেধ করছি না, বরং যেগুলোর মাধ্যমে মুসলিম সমাজে অমুসলিমদের রীতিনীতি ছড়িয়ে পড়বে, সেগুলো থেকে নিষেধ করছি।
কোনো নারী যদি অস্বাভাবিক উঁচু হিল পরে এবং সবার মাঝে নিজেকে প্রদর্শন করে তাদের দৃষ্টি তার দিকে ফিরায়, তাহলে এটি বৈধ নয়। কারণ মহান আল্লাহ বলেন,
وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى
'তোমরা জাহেলী যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না' (আল-আহযাব, ৩৩/৩৩)।
সুতরাং কোনো নারী যদি সাজসজ্জা করে নিজেকে প্রদর্শন করে অন্য নারীদের মাঝে নিজের স্বতন্ত্রতা বজায় রাখতে চায়, তাহলে সেটি হারাম এবং কোনো অবস্থাতেই এটি করা তার জন্য বৈধ নয়। কোনো ক্ষতি বা ফেতনার আশঙ্কা না থাকলে যে-কোনো রূপসজ্জার সামগ্রী ব্যবহার করাতে কোনো বাধা নেই।
মূল : শায়খ মুহাম্মাদ ইবনে ছলেহ আল-উছায়মীন
-অনুবাদ : ড. আব্দুল্লাহিল কাফী মাদানী
-অনুবাদ : ড. আব্দুল্লাহিল কাফী মাদানী
পোশাক, সাজসজ্জা ও ছবি Thread 'নারীদের মাথার চুল প্রকাশিত হওয়া'
প্রশ্ন: নারীরা রূপসজ্জার জন্য যে সমস্ত পদ্ধতি অবলম্বন করে, তার মধ্যে একটি হলো, মাথায় খোঁপা ব্যবহার করা, যাতে চুলগুলো মাথার উপরে সুন্দরভাবে বাঁধা থাকে। শরীআতের দৃষ্টিতে এর হুকুম কী?
উত্তর: চুল যদি মাথার উপরে উঁচু করে বাঁধা থাকে, তাহলে শরীআতে এটি সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ রাসূল (ﷺ) বলেছেন, 'জাহান্নামীদের মধ্যে দুই শ্রেণির মানুষকে আমি এখনো বাস্তবে দেখিনি।
১. ঐ সমস্ত মানুষ, যাদের নিকট গরুর লেজের মতো চাবুক থাকবে। তারা এর দ্বারা লোকজনকে অন্যায়ভাবে প্রহার করবে।
২. ঐ সমস্ত মহিলা, যারা পোশাক পরা সত্ত্বেও তাদের নগ্নতা প্রকাশ পায়, আকর্ষণকারিণী ও আকৃষ্টা। যাদের মাথার খোঁপা বুখতী উটের উঁচু কুঁজের ন্যায়।...
উত্তর: চুল যদি মাথার উপরে উঁচু করে বাঁধা থাকে, তাহলে শরীআতে এটি সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ রাসূল (ﷺ) বলেছেন, 'জাহান্নামীদের মধ্যে দুই শ্রেণির মানুষকে আমি এখনো বাস্তবে দেখিনি।
১. ঐ সমস্ত মানুষ, যাদের নিকট গরুর লেজের মতো চাবুক থাকবে। তারা এর দ্বারা লোকজনকে অন্যায়ভাবে প্রহার করবে।
২. ঐ সমস্ত মহিলা, যারা পোশাক পরা সত্ত্বেও তাদের নগ্নতা প্রকাশ পায়, আকর্ষণকারিণী ও আকৃষ্টা। যাদের মাথার খোঁপা বুখতী উটের উঁচু কুঁজের ন্যায়।...
- Abu Abdullah
- Replies: 0
- Forum: মহিলা অঙ্গন
Last edited: