সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

অন্যান্য নবী (সা:) এর সবচেয়ে নিকটবর্তী হবে মুত্তাকীগণ (আল্লাহভীরুগণ)

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Top Active User
Threads
868
Comments
1,020
Reactions
9,701
Credits
4,379
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মু'আয ইবনু জাবাল রাদ্বি'আল্লাহু আনহুর সর্বশেষ কথোপকথন:

যখন নবীজী মু'আযকে ইয়ামানের গভর্নর হিসেবে নিযুক্ত করে পাঠাচ্ছিলেন, সেই বিদায়ী মুহুর্তে তিনি মু'আযকে এগিয়ে দেওয়ার জন্য কিছুদূর হেঁটে গেলেন। এসময়ে মু'আয তার বাহনের পিঠে আরোহী হিসেবে ছিলেন, আর নবীজী তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি মু'আযকে উদ্দেশ্য করে বেশ কিছু উপদেশ দিচ্ছিলেন, তারপর তিনি তার কথা শেষ করলেন এভাবে:

"হে মু'আয! সম্ভবত আজকের পরে তোমার সাথে আমার আর সাক্ষাৎ হবে না। হয়তো একদিন তুমি আমার মসজিদ (মসজিদে নববী) অথবা আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করবে।"

এ কথা শোনামাত্রই মু'আয রাদ্বি'আল্লাহু আনহু নবীজীর ইন্তিকালের কথা স্মরণ করে হাউমাউ করে কাঁদতে লাগলেন। নবীজী তাকে স্বান্তনা দিয়ে তখন বললেন: "মু'আয, তুমি কান্না করো না। কান্না করারও একটা সময় আছে। তাছাড়া এরকম অতি কান্না শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে।"

এ কথা বলে নবীজী তাকে বিদায় দিয়ে মদিনার দিকে পথ চলা শুরু করলেন। আর বলতে লাগলেন: " আমার সবচেয়ে নিকটবর্তী হবে মুত্তাকীগণ (আল্লাহভীরু), তারা যেই হউক না কেন, যেখানেই থাকুক না কেন "।

— মাজমু' আয যাওয়ায়িদ, ৯/২২। হাইছামী বলেছেন, এই হাদিসের সমস্ত বর্ণনাকারীই বিশ্বস্ত। শাইখ আলবানী তার সংকলিত সিলসিলাতুল আহাদিস আস সাহিহাহ গ্রন্থে (২৪৯৭) হাদিসটিকে সহিহ বলেছেন। শাইখ মুকবিল বিন হাদী তার সহিহুল মুসনাদ মিম্মা লাইসা ফিস সাহিহাইন গ্রন্থে (১১০৮) হাদিসটিকে সহিহ বলেছেন। এছাড়া এই হাদিসটি মুসনাদ আহমাদ (২২০৫২), সহিহ ইবন হিব্বান (৬৪৭) এ উল্লেখ আছে।
 
Top