রাকআতগুলোকে যদি নিয়মিতভাবে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট সংখ্যায়, সুন্নাহর অংশ ভেবে আদায় করা হয়, তবে তা বিদআত হবে।
তাই নির্দিষ্ট করে পড়বেন না। নফল সালাত হিসেবে পড়া যাবে।
ইবনে তাইমিয়া (রহ.) বলেছেন:
"যদি কেউ নির্দিষ্ট রাকআত বানিয়ে নেয় এবং নিয়ম বানায়, অথচ রসূল(সাঃ) তা করেননি, তবে তা বিদআত।
তবে, কেউ যদি আজ বেশি পড়ে, কাল কম পড়ে, সংখ্যা নির্ধারণ না করে তবে তা জায়েজ।
(মাজমু' আল-ফাতাওয়া 22/272)
এখানে দুটি বিষয়:
১. ফজরের পর সূর্যোদয় পর্যন্ত কোন নফল সালাত নাই। কেউ যদি ফজরের আগে দু রাকাত সুন্নাত সালাত না পড়ে, সে তা পড়তে পারবে।
ইবনে বা'য(রহঃ) ফতোয়া।
ঠিক একই নিয়ম আছরের পর থেকে সূর্যাস্ত।
তাহিয়াতুল মসজিদ দু'রাকাত সালাত সুন্নাহ।
২. এশার পর থেকে সুবহে সাদিক পর্যন্ত আপনি দুই দুই করে ইচ্ছামতো অসংখ্য রাকাত পড়তে পারবেন, শেষে এক রাকাত পড়বেন।
আল্লাহু আ'লাম।