কাহিনি ধৈর্য্য ও সহনশীলতায় আরব জাতির অন্যতম প্রবাদ পুরুষ

  • Thread Author
তাবেয়ী আহনাফ (রহ:) ছিলেন ধৈর্য্য ও সহনশীলতায় আরব জাতির অন্যতম প্রবাদ পুরুষ। তার সহনশীলতার কাহিনী শুনুন...

আমর ইবনে আহতাম এক লোককে উসকে দিয়ে পাঠাল আহনাফকে গালাগালি করতে। লোকটি আহনাফের সামনে গিয়ে গালাগালি করতে করতে মুখে ফেনা তুলে ফেলল...

আহনাফ মাথা নিচু করে চুপচাপ বসে সব কিছু শুনলেন...

গালমন্দকারী লোকটি যখন দেখল যে, আহনাফ একটি কথাও বলছেন না, এমনকি তার প্রতি কোনোরকম ভ্রুক্ষেপই করছেন না, তখন আঙ্গুল কামড়াতে লাগল, আফসোস করে বলতে লাগল-

'হায় আমার পোড়া কপাল! সে আমাকে একটি কথাও না বলে চলে গেল! বুঝিয়ে দিয়ে গেল আমি তার কাছে কতটা তুচ্ছ।'

[সুওয়ারুম মিন হায়াতিত্তাবিঈন, ড. আব্দুর রহমান রাফাত পাশা]
 
Back
Top