মনে রাখবেন, দুনিয়া নিষ্ঠুর, প্রতারক ও প্রবঞ্চক। সে সৌন্দর্যের জাল বিছিয়ে মানুষকে ঘায়েল করে। বড় বড় আশা দেখিয়ে বশে আনে। প্রণয়-প্রার্থীদের সামনে গোপন সৌন্দর্য তুলে ধরে তাদের বিভ্রান্ত করে। দুশ্চরিত্রা নববধূর মতো ঘুরে বেড়ায়। বুভুক্ষু চোখগুলো তাকে অবলোকন করে। দূষিত মনগুলো তার জন্য লালায়িত থাকে। ইন্দ্রিয় থেকে প্রতিনিয়ত লালসা ঝরতে থাকে। এরপর যখন তাদের মিলন হয়, তখন একান্ত মুহূর্তে সে তাদের সবাইকে গলা টিপে হত্যা করে।
– উমাইয়া খলীফা উমর ইবন আব্দুল আজীজের প্রতি ইমাম হাসান আল বাসরীর উপদেশ।
[ইহইয়াউ উলুমিদ্দিন, খন্ড: ৩]
– উমাইয়া খলীফা উমর ইবন আব্দুল আজীজের প্রতি ইমাম হাসান আল বাসরীর উপদেশ।
[ইহইয়াউ উলুমিদ্দিন, খন্ড: ৩]