Mehebub Murshid
Active member
- Joined
- Sep 5, 2023
- Threads
- 19
- Comments
- 29
- Reactions
- 339
- Thread Author
- #1
আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) তার সঙ্গীদের বলেন তোমরা মুহাম্মাদ (সাঃ) এর সাহাবীদের চেয়ে অধিক সালাত,সিয়াম ও জিহাদ করা সত্বেও তারা তোমাদের চেয়ে উত্তম ছিলেন।তারা বললো সেটা কিভাবে ? তিনি বললেন,'(এর কারণ হলো) তারা তোমাদের চেয়ে দুনিয়ার প্রতি অধিক নিরাশক্ত এবং আখেরাতের প্রতি অধিক আগ্রহ ছিলেন। বায়হাক্বী শুআবুল ঈমান৭/৩৭৫।