আনাস ইবনে মালিক (রাদিআল্লাহু আনহু) বলেন :
শুনে রাখো, আমি তোমাদের এমন ভয়ংকর দুটি দিন ও দুটি রাতের কথা বলবো, এগুলোর মতো ভয়াবহ রাত ও দিনের কথা সৃষ্টিজীবের মধ্যে কেউ কখনো শোনেনি।
প্রথম দিনটি হলো, যেদিন তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমার কাছে একজন সংবাদদাতা আসবে। সেদিন হয়তো সে তোমার জন্য মহান প্রতিপালকের সন্তুষ্টির সুসংবাদ নিয়ে আসবে, নয়তো নিয়ে আসবে তাঁর ক্রোধের দুঃসংবাদ।
দ্বিতীয় দিনটি হলো, যেদিন আমলনামা হাতে তোমাকে তোমার প্রতিপালকের সামনে দাঁড়াতে হবে। সেদিন হয়তো আমলনামা তোমার ডান হাতে থাকবে, নয়তো থাকবে তোমার বাম হাতে।
প্রথম রাতি হলো, যে রাতে প্রথম তোমাকে কবরে থাকতে হবে, ইতঃপূর্বে যেখানে তুমি কখনো রাত্রিযাপন করোনি।
দ্বিতীয় রাতটি হলো, যে রাতের পরের সকাল হবে কিয়ামতের ভয়াবহ দিন।
— আত তাজকিরাহ বি আহওয়ালিল মাওতা ওয়া উমুরিল আখিরাহ : ৩০০
— অন্তিম মুহূর্ত, শাইখ আব্দুল মালিক আল কাসিম; রুহামা পাবলিকেশন
বি. দ্র : রুহামা পাবলিকেশন সালাফী প্রকাশনী নয়। সকলকে সাবধানতা অবলম্বনের অনুরোধ করছি। কোনো বিষয়ে সন্দেহ হলে সম্মানিত সালাফী আলেমদের শরণাপন্ন হোন।