Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 1,129
- Comments
- 1,321
- Solutions
- 1
- Reactions
- 12,522
- Thread Author
- #1
• হুযাইফাহ (রাদিআল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) একবার কওমের আবর্জনা ফেলার স্থানে এসে সেখানে তিনি দাঁড়িয়ে প্রস্রাব করলেন। অতঃপর তিনি ওযু করলেন এবং তার মোজার ওপর মাসাহ করলেন। - (সহীহুল বুখারী হা/২২৪, সহীহ মুসলিম হা/২৭৩, তিরমিযী হা/১৩, আবূ দাউদ হা/২৩)
• আবূ হামিম বলেন, আমি সাহল বিন সা'দ (রাদিআল্লাহু আনহু) কে দাঁড়িয়ে প্রস্রাব করতে দেখলাম। অতঃপর তিনি তা হতে ফারিগ হয়ে তার উক্ত ব্যাপারের প্রমাণ বর্ণনা করতে গিয়ে বললেন, আমি আমার থেকে উত্তম ব্যক্তি অর্থাৎ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে এমনটি করতে দেখেছি। - (তাবারানী ফিল আউসাদ : ৬/১৫২, ১৫৩, ১৭১)
• আবূ হামিম বলেন, আমি সাহল বিন সা'দ (রাদিআল্লাহু আনহু) কে দাঁড়িয়ে প্রস্রাব করতে দেখলাম। অতঃপর তিনি তা হতে ফারিগ হয়ে তার উক্ত ব্যাপারের প্রমাণ বর্ণনা করতে গিয়ে বললেন, আমি আমার থেকে উত্তম ব্যক্তি অর্থাৎ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে এমনটি করতে দেখেছি। - (তাবারানী ফিল আউসাদ : ৬/১৫২, ১৫৩, ১৭১)