দাঁড়ানো অবস্থায় ইমাম মালিক হাদীস বর্ণনা করতেন না

  • Thread Author
দাঁড়িয়ে থেকে কেউ ইমাম মালিককে হাদিস জিজ্ঞেস করলে, তিনি তাকে বন্দি করার আদেশ দিতেন। একবার জিবরিল ইবনু আব্দিল হামিদ আল-কাজি দাঁড়ানো অবস্থায় হাদিস শুনতে চাইলেন। তিনি তখন আশপাশের লোকদের তাকে পাকড়াও করে জেলে পুরে দিতে বললেন। উপস্থিত লোকেরা জানাল, আমরা কী করে তাকে জেলে পাঠাব? তিনি তো একজন সম্মানিত কাজি! প্রতিউত্তরে তিনি বলেন, কাজিকে আরও বেশি করে আদব শেখানো উচিত।

– তারতিবুল মাদারিক, খন্ড : ১
 
Similar threads Most view View more
Back
Top