- Joined
- Jan 3, 2023
- Threads
- 700
- Comments
- 845
- Reactions
- 7,437
- Thread Author
- #1
আবু হুরায়রা (রাদিআল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, নবি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,
“আমি কি তোমাদের মধ্যে সর্বনিকৃষ্ট কে তা জানিয়ে দেবো না? (তারা হলো)
১. যারা অধিক বকবক করে এবং
২. চিবিয়ে চিবিয়ে অহংকার করে কথা বলে।
আমি কী তোমাদের মধ্যে সর্বোত্তম কে তা জানিয়ে দেবো না? (তারা হলো)
তোমাদের মধ্যে যারা আখলাকের (চরিত্রের) দিক দিয়ে সবচেয়ে বেশি সুন্দর।”
— মুসনাদে আহমাদ : ৮৮২২; আদাবুল মুফরাদ : ১৩০৮ (সহীহ)
“আমি কি তোমাদের মধ্যে সর্বনিকৃষ্ট কে তা জানিয়ে দেবো না? (তারা হলো)
১. যারা অধিক বকবক করে এবং
২. চিবিয়ে চিবিয়ে অহংকার করে কথা বলে।
আমি কী তোমাদের মধ্যে সর্বোত্তম কে তা জানিয়ে দেবো না? (তারা হলো)
তোমাদের মধ্যে যারা আখলাকের (চরিত্রের) দিক দিয়ে সবচেয়ে বেশি সুন্দর।”
— মুসনাদে আহমাদ : ৮৮২২; আদাবুল মুফরাদ : ১৩০৮ (সহীহ)