Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 1,129
- Comments
- 1,321
- Solutions
- 1
- Reactions
- 12,517
- Thread Author
- #1
আব্দুল্লাহ ইবনু মাসউদ (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন, 'এক পাদ্রী তার গীর্জায় যাট বছর আল্লাহর উপাসনা করে। একদিন তার কাছে একজন মহিলা আসে এবং তার বাহুর সাথে নিজেকে মেলে ধরে। অতঃপর সেই পাদ্রী ছয় রাত তার সাথে সহবাস করে। এরপর ভুল বুঝতে পেরে সেখান থেকে পলায়ন করে উপাসনালয়ে আশ্রয় নেয় এবং সেখানে তিনদিন তিনরাত অনাহারে কাটায়। অতঃপর তাকে একটি রুটি দেয়া হয়। সে তার ডানের লোককে তার এক অর্ধেক এবং বামের লোককে বাকী অর্ধেক দিয়ে দেয়। অতঃপর মহান আল্লাহ তার কাছে মৃত্যুর ফেরেশতা প্রেরণ করেন এবং সে তার রূহ কবয করে। অতঃপর তার ষাট বছরের আমলকে এক পাল্লায় এবং ছয় দিনের পাপকে অন্য পাল্লায় রাখা হলে তার পাপের পাল্লা ভারি হয়ে যায়। অতঃপর তার রুটির নেকীকে উপস্থিত করা হলে তা ছয়দিনের পাপের পাল্লার চেয়ে ভারি হয়ে যায়।'
[ছহীহ আত-তারগীব ওয়াত তারহীব, হা/৮৮৫]
[ছহীহ আত-তারগীব ওয়াত তারহীব, হা/৮৮৫]