উত্তর : তাহিয়াতুল মসজিদ নামাজ না পড়ে মসজিদে বসার অনুমতি নেই- এই বক্তব্যটি একেবারেই সঠিক, শুদ্ধ বক্তব্য। রাসুল (সা.) থেকে হাদিস বর্ণিত হয়েছে যে, যখন তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি মসজিদে আসবে, সে মসজিদে যেন না বসে যতক্ষণ পর্যন্ত দুই রাকাত সালাত আদায় না করবে। তাহলে বোঝা গেল যে, এই কাজটি রাসুল (সা.) নিষিদ্ধ করেছেন। যদি এই সুন্নত কেউ ইচ্ছেকৃতভাবে আদায় করে না থাকেন, তাহলে তিনি গুনাহগার হবেন। আর যদি কেউ ভুলে বসে যান, তাহলে যখনই মনে পড়বে তখনই দাঁড়িয়ে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ে নেবেন। এটা রাসুল (সা.)-এর সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে।
উত্তর প্রদানে - ড. মুহাম্মদ সাইফুল্লাহ (তাহিয়াতুল মসজিদ নামাজ না পড়ে কি মসজিদে বসা যাবে?)
উত্তর প্রদানে - ড. মুহাম্মদ সাইফুল্লাহ (তাহিয়াতুল মসজিদ নামাজ না পড়ে কি মসজিদে বসা যাবে?)
Last edited by a moderator: