উক্ত মর্মে কোন বর্ণনা পাওয়া যায় না। তবে এর কাছাকাছি একটি যঈফ হাদীস বর্ণিত হয়েছে। যেমন,
‘নিশ্চয় আল্লাহ তা‘আলা এ মসজিদের (মক্কার মসজিদ) অধিবাসীদের জন্য প্রত্যেক দিন ও রাতে একশ’ বিশটি রহমত নাযিল করেন। ষাটটি ত্বাওয়াফকারীদের জন্য, চল্লিশটি সালাত আদায়কারীদের জন্য আর বিশটি কা‘বার প্রতি দৃষ্টিদানকারীদের জন্য’ (ত্বাবারাণী, আল-মু‘জামুল কাবীর, হা/১১৪৭৫)। হাদীসটি যঈফ।
ইমাম বুখারী (রাহিমাহুল্লাহ) বলেন, আব্দুর রহমান ইবনু সাফারাহ হাদীস জালকারী। ইমাম ত্বাবারাণী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘আব্দুর রহমান ইবনু সাফারাহ্ ছাড়া আওযাঈ থেকে এ হাদীস কেউ বর্ণনা করেনি’। আলবানী (রাহিমাহুল্লাহ) বলেন, আব্দুর রহমান ইবনু সাফারাহ মিথ্যুক ও হাদীস জালকারী। ইবনু মান্দাহ (রাহিমাহুল্লাহ) ও ইমাম যাহাবী (রাহিমাহুল্লাহ) বলেন, মাতরূক। ইবনুল জাওযী (রাহিমাহুল্লাহ) বলেন, হাদীস সহীহ নয় (আলবানী, সিলসিলাতুল আহাদীসিয যঈফাহ ওয়াল মাওযূ‘আহ, ১ম খণ্ড, পৃ. ৩৩৯-৩৪২, হা/১৮৭)।
إِنَّ اللهَ تَعَالَى يُنْزِلُ فِيْ كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ عِشْرِيْنَ وَمِائَةَ رَحْمَةٍ يَنْزِلُ عَلَى هَذَا الْبَيْتِ سِتُّوْنَ لِلطَّائِفِيْنَ وَأَرْبَعُوْنَ لِلْمُصَلِّيْنَ وَعِشْرُوْنَ لِلنَّاظِرِيْنَ
‘নিশ্চয় আল্লাহ তা‘আলা এ মসজিদের (মক্কার মসজিদ) অধিবাসীদের জন্য প্রত্যেক দিন ও রাতে একশ’ বিশটি রহমত নাযিল করেন। ষাটটি ত্বাওয়াফকারীদের জন্য, চল্লিশটি সালাত আদায়কারীদের জন্য আর বিশটি কা‘বার প্রতি দৃষ্টিদানকারীদের জন্য’ (ত্বাবারাণী, আল-মু‘জামুল কাবীর, হা/১১৪৭৫)। হাদীসটি যঈফ।
ইমাম বুখারী (রাহিমাহুল্লাহ) বলেন, আব্দুর রহমান ইবনু সাফারাহ হাদীস জালকারী। ইমাম ত্বাবারাণী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘আব্দুর রহমান ইবনু সাফারাহ্ ছাড়া আওযাঈ থেকে এ হাদীস কেউ বর্ণনা করেনি’। আলবানী (রাহিমাহুল্লাহ) বলেন, আব্দুর রহমান ইবনু সাফারাহ মিথ্যুক ও হাদীস জালকারী। ইবনু মান্দাহ (রাহিমাহুল্লাহ) ও ইমাম যাহাবী (রাহিমাহুল্লাহ) বলেন, মাতরূক। ইবনুল জাওযী (রাহিমাহুল্লাহ) বলেন, হাদীস সহীহ নয় (আলবানী, সিলসিলাতুল আহাদীসিয যঈফাহ ওয়াল মাওযূ‘আহ, ১ম খণ্ড, পৃ. ৩৩৯-৩৪২, হা/১৮৭)।
সূত্র: আল-ইখলাছ।
Last edited: