তাকওয়াকে তোমার হৃদয়ের গভীরে প্রোথিত করো

  • Thread Author
ইসলামের দ্বিতীয় খলিফা উমর বিন খাত্তাব (রাদিআল্লাহু আনহু) তাঁর পুত্র আব্দুল্লাহ (রাদিআল্লাহু আনহু) এর নিকট প্রেরিত পত্রে লেখেন :

“পরসমাচার। আমি তোমাকে তাকওয়া অবলম্বনের নির্দেশ প্রদান করছি। কেননা, যে আল্লাহকে ভয় করবে, তিনি তাকে রক্ষা করবেন। যে আল্লাহকে উত্তম ঋণ দেবে আল্লাহ তাকে তার প্রতিদান দেবেন। যে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে, আল্লাহ তাকে নিয়ামত বৃদ্ধি করে দেবেন। তাই তুমি তাকওয়াকে তোমার চোখের মধ্যমণি করে রাখো, তাকওয়াকে তোমার হৃদয়ের গভীরে প্রোথিত করো।”

– জামিউল উলুমি ওয়াল হিকাম : ১৬১
– অন্তরের আমল (১ম খন্ড), শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ, রুহামা পাবলিকেশন
 
Back
Top