প্রশ্নোত্তর জ্ঞান অনুযায়ী মানুষ কতভাগে বিভক্ত?

Joined
Nov 17, 2023
Threads
389
Comments
480
Solutions
1
Reactions
10,644
উত্তর: মানুষকে তার জ্ঞান অনুযায়ী তিন ভাগে ভাগ করা হয়ে থাকে। এই তিন প্রকারের বাহিরে আর কোন প্রকার নেই। সেগুলো হলো:

(১) আলিম।​
(২) তলিবুল ইলম।​
(৩) মুকাল্লিদ।​

অর্থাৎ: একজন ব্যক্তি হয় আলেম হবে অথবা ইলম অন্বেষণকারী হবে অথবা মুকাল্লিদ বা জাহেল/ মূর্খ হবে। তাই কেউ যদি মুকাল্লিদ না হয় তাহলে সে অবশ্যই আলেম অথবা ইলম অন্বেষণকারী হবে।
 
শাইখ সাইফুল্লাহ মুহাম্মাদী। পাকিস্তানের আলেম তার একটি চ্যানেল আছে মোহাম্মাদী লায়ব্রেয়ী সেখানে শুনেছি। কিন্তু কোন ভিডিও মনে নেই। তবে হতে পারে গত দুই সপ্তাহের মধ্যে কোন ভিডিও।
 
Similar threads Most view View more
Back
Top