• আসসালামু আলাইকুম, আগামী কয়েকদিনের মধ্যে আমাদের ফোরামে মেজর কিছু চেঞ্জ আসবে যার ফলে ফোরামে ১-৩ দিন মেইনটেনেন্স মুডে থাকবে। উক্ত সময়ে আপনাদের সকলকে ধৈর্য ধারণের অনুরোধ জানাচ্ছি।
‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

হাদিস ও হাদিসের ব্যাখ্যা জুম‘আর দিনে গোসল করার নির্দেশ

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Top Active User
Threads
870
Comments
1,022
Reactions
9,745
Credits
4,389
হাদীস : আবদুল্লাহ ইবনে উমার (রাদিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “তোমাদের কেউ জুমু'আর সালাতে আসলে সে যেন গোসল করে।”

হাদীসের তাখরীজ: সহীহ বুখারী, ৮৭৭; সহীহ মুসলিম, ৮৪৪; মুয়াত্তা মালিক, ২৩০, সুনান নাসায়ী, ১৩৭৬; সুনান দারেমি, ১৫০৬

আবূ হুরাইরা বর্ণিত হাদীস: সহীহ বুখারি, ৮৮২; সহীহ মুসলিম, ৮৪৫; মুসনাদে আহমদ, ৩১৯-৩২০; সুনান দারেমি, ১৫০৮

ইবনে আব্বাস বৰ্ণিত হাদীস: সুনান ইবনে মাজাহ, ১০৯৮

হাদীসের শিক্ষাসমূহ :

[এক] জুমু'আর সালাতে অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি জুমু'আর সালাতের জন্য গোসল করবে।

[দুই] হাদীসের নির্দেশ অনুযায়ী বুঝা যায় জুমু'আর সালাতের গোসল ওয়াজিব।

[তিন] যে ব্যক্তি জুমু'আর সালাতে অংশগ্রহণ করবে না, জুমু'আর দিনে তার জন্য গোসল করা বাধ্যতামূলক নয়। যেমন: মুসাফির, অত্যন্ত অসুস্থ ব্যক্তি।

[চার] জুমু'আর সালাতে যেখানেই অংশগ্রহণ করুক না কেন অবশ্যই অংশগ্রহণকারী গোসল করে সালাতে অংশগ্রহণ করবে। এটা জুমু'আর সুন্নাহ। মাসজিদের জন্য বাধ্যতামূলক নয়।

[পাঁচ] জুমু'আর সালাতে অংশগ্রহণকারী ব্যক্তি গোসল না করে অংশগ্রহণ করলে জুমু'আর ফযীলত থেকে বঞ্চিত হবেন। তবে তার সালাত হয়ে যাবে।

[ছয়] জুমু'আর উদ্দেশ্য ব্যতীত কেবল গোসল করা পরিচ্ছন্নতার কাজ; ‘ইবাদাত হিসেবে বিবেচিত হবে না।

[সাত] ইসলাম ইবাদাতের ক্ষেত্রে পবিত্রতা, পরিচ্ছন্নতাসহ
সৌন্দর্য্যবর্ধনকারী বিষয়ে উৎসাহিত করে।

[আট] ইসলামে কখনো কখনো নির্দেশ নির্দেশনা অর্থে ব্যবহৃত হয়। কেউ কেউ জুমু'আর গোসলের ক্ষেত্রেও এমনটি বলেছেন।

[নয়] জুমু'আর দিনে গোসল করতে হবে, জুমু'আর দিন সকাল অথবা সুবহে সাদিকের পর গোসল করলে এই হুকুম আদায় হয়ে যাবে।

[দশ] জুমু'আর সালাতে আগমনের আগে গোসল করা উত্তম।

— স্বর্ণালি সনদে বর্ণিত চল্লিশ হাদীস, ড. মুহাম্মদ সাইফুল্লাহ, মাকতাবাত আল মুফলিহুন
 
COMMENTS ARE BELOW

Share this page