• আসসালামু আলাইকুম, আগামী কয়েকদিনের মধ্যে আমাদের ফোরামে মেজর কিছু চেঞ্জ আসবে যার ফলে ফোরামে ১-৩ দিন মেইনটেনেন্স মুডে থাকবে। উক্ত সময়ে আপনাদের সকলকে ধৈর্য ধারণের অনুরোধ জানাচ্ছি।

সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

হাদিস ও হাদিসের ব্যাখ্যা জুম‘আর দিনে গোসল করার নির্দেশ

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Top Active User
Threads
870
Comments
1,022
Reactions
9,745
Credits
4,384
হাদীস : আবদুল্লাহ ইবনে উমার (রাদিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “তোমাদের কেউ জুমু'আর সালাতে আসলে সে যেন গোসল করে।”

হাদীসের তাখরীজ: সহীহ বুখারী, ৮৭৭; সহীহ মুসলিম, ৮৪৪; মুয়াত্তা মালিক, ২৩০, সুনান নাসায়ী, ১৩৭৬; সুনান দারেমি, ১৫০৬

আবূ হুরাইরা বর্ণিত হাদীস: সহীহ বুখারি, ৮৮২; সহীহ মুসলিম, ৮৪৫; মুসনাদে আহমদ, ৩১৯-৩২০; সুনান দারেমি, ১৫০৮

ইবনে আব্বাস বৰ্ণিত হাদীস: সুনান ইবনে মাজাহ, ১০৯৮

হাদীসের শিক্ষাসমূহ :

[এক] জুমু'আর সালাতে অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি জুমু'আর সালাতের জন্য গোসল করবে।

[দুই] হাদীসের নির্দেশ অনুযায়ী বুঝা যায় জুমু'আর সালাতের গোসল ওয়াজিব।

[তিন] যে ব্যক্তি জুমু'আর সালাতে অংশগ্রহণ করবে না, জুমু'আর দিনে তার জন্য গোসল করা বাধ্যতামূলক নয়। যেমন: মুসাফির, অত্যন্ত অসুস্থ ব্যক্তি।

[চার] জুমু'আর সালাতে যেখানেই অংশগ্রহণ করুক না কেন অবশ্যই অংশগ্রহণকারী গোসল করে সালাতে অংশগ্রহণ করবে। এটা জুমু'আর সুন্নাহ। মাসজিদের জন্য বাধ্যতামূলক নয়।

[পাঁচ] জুমু'আর সালাতে অংশগ্রহণকারী ব্যক্তি গোসল না করে অংশগ্রহণ করলে জুমু'আর ফযীলত থেকে বঞ্চিত হবেন। তবে তার সালাত হয়ে যাবে।

[ছয়] জুমু'আর উদ্দেশ্য ব্যতীত কেবল গোসল করা পরিচ্ছন্নতার কাজ; ‘ইবাদাত হিসেবে বিবেচিত হবে না।

[সাত] ইসলাম ইবাদাতের ক্ষেত্রে পবিত্রতা, পরিচ্ছন্নতাসহ
সৌন্দর্য্যবর্ধনকারী বিষয়ে উৎসাহিত করে।

[আট] ইসলামে কখনো কখনো নির্দেশ নির্দেশনা অর্থে ব্যবহৃত হয়। কেউ কেউ জুমু'আর গোসলের ক্ষেত্রেও এমনটি বলেছেন।

[নয়] জুমু'আর দিনে গোসল করতে হবে, জুমু'আর দিন সকাল অথবা সুবহে সাদিকের পর গোসল করলে এই হুকুম আদায় হয়ে যাবে।

[দশ] জুমু'আর সালাতে আগমনের আগে গোসল করা উত্তম।

— স্বর্ণালি সনদে বর্ণিত চল্লিশ হাদীস, ড. মুহাম্মদ সাইফুল্লাহ, মাকতাবাত আল মুফলিহুন
 
COMMENTS ARE BELOW
Top