জুমআর সালাত ছুটে গেলে যোহরের চার রাকআত সালাত আদায় করবে। আব্দুল্লাহ ইবনু মাসঊদ (রাদিআল্লাহু আনহু) হতে বর্ণিত তিনি বলেন, ‘যার জুমআর দু’রাকআত ছুটে যাবে সে যেন চার রাকআত যোহরের সালাত আদায় করে’।
– শায়খ আলবানী, তামামুল মিন্নাহ, হা/৩৪০, সনদ সহীহ
– শায়খ আলবানী, তামামুল মিন্নাহ, হা/৩৪০, সনদ সহীহ