প্রথম মত: ভুলে যাওয়া সালাত আগে পড়বে। তবে যদি বর্তমান সালাতের সময় শেষ হয়ে যাওয়ার আশঙ্কা করে তাহলে আগে বর্তমান সালাত পড়ে তারপর ভুলে যাওয়া সালাত পড়বে। এটা সাঈদ ইবনু মুসাইয়্যিব, হাসান, আওযায়ী, রাবীয়া, সুফিয়ান ছাওরী, শাফেয়ী, আহমাদ, ইসহাক, আবু ছাওর ও আসহাবুর রায় রহিমাহুমুল্লাহ তাদের মত।...