ইমাম সুফইয়ান ইবন উয়াইনাহ রাহিমাহুল্লাহ বলেন,
জিহাদ দশটি। তন্মধ্যে,
১ টি হচ্ছে শত্রুর বিরুদ্ধে জিহাদ। বাকী ৯টি তোমার নাফসের বিরুদ্ধে।
হিলইয়াতুল আউলিয়া ৭/১৪৭।
আমি বলি, বাকী ৯টি বলতে হয়ত তিনি বুঝাচ্ছেন,
১) ঈমান অর্জনে প্রচেষ্টা ও তা রক্ষার সংগ্রাম।
২) আমলে সালেহ করা ও তাতে লেগে থাকা।
৩) হকের দাওয়াত প্রদান ও তা অনবরত করা।
৪) উপরোক্ত বিষয়গুলোতে ধৈর্য ধারণ করা।
৫) শয়তানের দ্বারা প্ররোচিত সন্দেহ দূর করা।
৬) শয়তানের দ্বারা নিয়ন্ত্রিত প্রবৃত্তির তাড়না দূর করা।
৭) অন্যায় ও যুলুমকে হাত দিয়ে প্রতিহত করা।
৮) সক্ষম না হলে মুখ দিয়ে প্রতিহত করা।
৯) তাতেও সক্ষম না হলে অন্তর দিয়ে ঘৃনা করা।
আর তা সর্বনিম্ন পর্যায়ের দুর্বল ঈমান।
জিহাদ দশটি। তন্মধ্যে,
১ টি হচ্ছে শত্রুর বিরুদ্ধে জিহাদ। বাকী ৯টি তোমার নাফসের বিরুদ্ধে।
হিলইয়াতুল আউলিয়া ৭/১৪৭।
আমি বলি, বাকী ৯টি বলতে হয়ত তিনি বুঝাচ্ছেন,
১) ঈমান অর্জনে প্রচেষ্টা ও তা রক্ষার সংগ্রাম।
২) আমলে সালেহ করা ও তাতে লেগে থাকা।
৩) হকের দাওয়াত প্রদান ও তা অনবরত করা।
৪) উপরোক্ত বিষয়গুলোতে ধৈর্য ধারণ করা।
৫) শয়তানের দ্বারা প্ররোচিত সন্দেহ দূর করা।
৬) শয়তানের দ্বারা নিয়ন্ত্রিত প্রবৃত্তির তাড়না দূর করা।
৭) অন্যায় ও যুলুমকে হাত দিয়ে প্রতিহত করা।
৮) সক্ষম না হলে মুখ দিয়ে প্রতিহত করা।
৯) তাতেও সক্ষম না হলে অন্তর দিয়ে ঘৃনা করা।
আর তা সর্বনিম্ন পর্যায়ের দুর্বল ঈমান।