Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 1,141
- Comments
- 1,333
- Solutions
- 1
- Reactions
- 12,660
- Thread Author
- #1
রসূলুল্লাহ (ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, নিশ্চয়ই জাহান্নামে উটের ঘাড়ের মতো (উঁচু) সাপ রয়েছে। সেগুলো কোন ব্যক্তিকে দংশন করলে সেটির জ্বলন্ত ব্যথা ঐ ব্যক্তি চল্লিশ বছর পর্যন্ত অনুভব করবে। এছাড়াও (জাহান্নামে) আবরণে ঢাকা খচ্চরের মতো (বড়) বিচ্ছু রয়েছে। সেগুলো কোন ব্যক্তিকে দংশন করলে সেটির জ্বলন্ত ব্যথা ঐ ব্যক্তি চল্লিশ বছর পর্যন্ত অনুভব করবে।
(ইবনে হিব্বান, হা/৭৪৭১; মুস্তাদরাক হাকিম, ৪/৫৯৩, হা/৮৭৫৪; বাইহাক্বী, আল-বা’ছু ওয়ান-নুশূর, হা/৫৬১)
ইমাম ইবনে হিব্বান তার “ছহীহ” তে (হা/৭৪৭১) হাদীছটি এনেছেন। অর্থাৎ, তার নিকট এই হাদীছটি ছহীহ এবং এর রাবীগণ ছিক্বাহ।
ইমাম হাকিম তার মুস্তাদরাকে (হা/৮৭৫৪) সানাদ ছহীহ বলেছেন এবং ইমাম যাহাবী তার সমর্থন করেছেন।
ইমাম নাছিরুদ্দীন আলবানী বলেন, এর সানাদ জাইয়িদ বা উত্তম। (নাছিরুদ্দীন আলবানী, সিলসিলা ছহীহাহ, হা/৩৪২৯)
শাইখ শু’আইব আরনাউত্ব বলেন, এর সানাদ হাসান। (শু’আইব আরনাউত্ব, তাহক্বীক্ব ইবনে হিব্বান, হা/৭৪৭১)
শাইখ হুসাইন সালিম আসাদ বলেন, এর সানাদ হাসান। (হুসাইন সালিম আসাদ, তাহক্বীক্ব মাওয়ারিদুয যামান ইলা যাওয়ায়িদ ইবনে হিব্বান, হা/২৬১৩)
কৃতজ্ঞতা : fahimtalha.wordpress.com
(ইবনে হিব্বান, হা/৭৪৭১; মুস্তাদরাক হাকিম, ৪/৫৯৩, হা/৮৭৫৪; বাইহাক্বী, আল-বা’ছু ওয়ান-নুশূর, হা/৫৬১)
ইমাম ইবনে হিব্বান তার “ছহীহ” তে (হা/৭৪৭১) হাদীছটি এনেছেন। অর্থাৎ, তার নিকট এই হাদীছটি ছহীহ এবং এর রাবীগণ ছিক্বাহ।
ইমাম হাকিম তার মুস্তাদরাকে (হা/৮৭৫৪) সানাদ ছহীহ বলেছেন এবং ইমাম যাহাবী তার সমর্থন করেছেন।
ইমাম নাছিরুদ্দীন আলবানী বলেন, এর সানাদ জাইয়িদ বা উত্তম। (নাছিরুদ্দীন আলবানী, সিলসিলা ছহীহাহ, হা/৩৪২৯)
শাইখ শু’আইব আরনাউত্ব বলেন, এর সানাদ হাসান। (শু’আইব আরনাউত্ব, তাহক্বীক্ব ইবনে হিব্বান, হা/৭৪৭১)
শাইখ হুসাইন সালিম আসাদ বলেন, এর সানাদ হাসান। (হুসাইন সালিম আসাদ, তাহক্বীক্ব মাওয়ারিদুয যামান ইলা যাওয়ায়িদ ইবনে হিব্বান, হা/২৬১৩)
কৃতজ্ঞতা : fahimtalha.wordpress.com