সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

সালাত জামাতে সালাত পড়ার সময় পাশে কেউ অসুস্থ হয়ে গেলে কী করণীয়? নামাজ ছেড়ে দিয়ে কি তাকে সাহায্য করব?

rasikulindia

Salafi

Salafi User
Threads
37
Comments
46
Reactions
570
Credits
150
আমরা দেখি আমাদের অনেক ভাই মসজিদের মধ্যে হার্ট অ্যাটার্ক করলেন বা মাথা ঘুরে পড়ে গেছেন। পাশেই মুসল্লিরা সালাত আদায় করছেন।
গুরুত্ব দিচ্ছেন না। তিনি হয়ত ভাবছেন—আমি নামাজ পড়তেছি এইদিকেই মনোযোগ দেই।
সেই ভাবে তাকাচ্ছেন না। না এই কাজটি শুদ্ধ নয়। কোনো কারণে, কোনো দুর্ঘটনা ঘটলে অবশ্যই যতগুলো মানুষের সাহায্য করতে পারেন তারা সাহায্য করবেন।

অসুস্থ হয়ে যাওয়া ব্যক্তির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে দেবেন কিংবা হাসপাতালে নিয়ে যাবেন। এ ক্ষেত্রে যতজন লোক দরকার ওই অসুস্থ মানুষের সাহায্যের জন্য ততজন করবেন। বাকিরা সালাত পড়বেন ঈমামের সাহেবের ক্ষেত্রেও তাই।
তিনি যদি অসুস্থ হন তাহলে সামনের কাতারের একজন ঈমামের দায়িত্ব পালন করবেন বাকিরা সাহায্য করবেন।
এটাই নিয়ম। আর ক্ষেত্রে যেখান থেকে আপনার নামাজ ছুটবে ঠিক সেখান থেকেই পড়বেন। আবার লম্বা সময় হয়ে গেলে নতুন করে সালাত পড়বেন। এটাই বিশুদ্ধ বক্তব্য।
ড. মুহাম্মদ সাইফুল্লাহ।​
 
Last edited by a moderator:
Top