Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 1,129
- Comments
- 1,321
- Solutions
- 1
- Reactions
- 12,518
- Thread Author
- #1
আবু হুরাইরাহ(রা) বলেন, জান্নাতে আমরা কি আমাদের স্ত্রীদের নিকট যেতে পারবো? রসূলুল্লাহ(ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তখন বললেন, যাঁর হাতে আমার প্রাণ, তাঁর শপথ! নিশ্চয়ই একজন (জান্নাতী) পুরুষ দৈনিক একশো (জান্নাতী) কুমারী নারীর নিকট গমন করবে। (মুসনাদে বাযযার, হা/১০০৭২; ত্বাবারাণী, মু’জামুল আওসাত্ব, হা/৭১৮)
ইমাম নাছিরুদ্দীন আলবানী বলেন, এর সানাদ ছহীহ এবং এর মধ্যে কোন ইল্লাত আছে কিনা তা আমরা জানি না। (নাছিরুদ্দীন আলবানী, সিলসিলা ছহীহাহ, হা/৩৬৭)
শাইখ মুক্ববিল বিন হাদী আল-ওয়াদিয়ী বলেন, হাদীছটি ছহীহ। (মুক্ববিল বিন হাদী আল-ওয়াদিয়ী, আল-জামিউছ ছহীহ, হা/৬৬২)
শাইখ যিয়াউর রহমান আল-আযমী বলেন, এর সানাদ ছহীহ। (যিয়াউর রহমান আল-আযমী, আল-জামিউল কামিল, ১২/৫৬৩)
[জান্নাতী পুরুষ দৈনিক একশো জান্নাতী কুমারী নারীর নিকট গমন করার হাদীছটির পর্যালোচনা]
ইমাম নাছিরুদ্দীন আলবানী বলেন, এর সানাদ ছহীহ এবং এর মধ্যে কোন ইল্লাত আছে কিনা তা আমরা জানি না। (নাছিরুদ্দীন আলবানী, সিলসিলা ছহীহাহ, হা/৩৬৭)
শাইখ মুক্ববিল বিন হাদী আল-ওয়াদিয়ী বলেন, হাদীছটি ছহীহ। (মুক্ববিল বিন হাদী আল-ওয়াদিয়ী, আল-জামিউছ ছহীহ, হা/৬৬২)
শাইখ যিয়াউর রহমান আল-আযমী বলেন, এর সানাদ ছহীহ। (যিয়াউর রহমান আল-আযমী, আল-জামিউল কামিল, ১২/৫৬৩)
[জান্নাতী পুরুষ দৈনিক একশো জান্নাতী কুমারী নারীর নিকট গমন করার হাদীছটির পর্যালোচনা]