‘আলী (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)বলেছেন, জান্নাতে কিছু কক্ষ রয়েছে যার বাহির থেকে ভিতরে দেখা যাবে এবং ভিতর থেকে বাহির দেখা যাবে। এ কথা শুনে একজন বেদুঈন বলে উঠল, হে আল্লাহর রাসূল (ﷺ)! এসব কার জন্য? রাসূলুল্লাহ (ﷺ)বলেন,
لِمَنْ أَطَابَ الْكَلاَمَ وَأَطْعَمَ الطَّعَامَ وَأَدَامَ الصِّيَامَ وَصَلَّى لِلهِ بِاللَّيْلِ وَالنَّاسُ نِيَامٌ
‘যে সুন্দরভাবে কথা বলে, মানুষকে খাবার খাওয়ায়, নিয়মিত ছিয়াম পালন করে এবং মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন আল্লাহ তা‘আলার উদ্দেশ্যে ছালাত আদায় করে’।
(তিরমিযী, হা/২৫২৭; মুসনাদে আহমাদ, হ/১৩৩৭; সনদ হাসান)
لِمَنْ أَطَابَ الْكَلاَمَ وَأَطْعَمَ الطَّعَامَ وَأَدَامَ الصِّيَامَ وَصَلَّى لِلهِ بِاللَّيْلِ وَالنَّاسُ نِيَامٌ
‘যে সুন্দরভাবে কথা বলে, মানুষকে খাবার খাওয়ায়, নিয়মিত ছিয়াম পালন করে এবং মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন আল্লাহ তা‘আলার উদ্দেশ্যে ছালাত আদায় করে’।
(তিরমিযী, হা/২৫২৭; মুসনাদে আহমাদ, হ/১৩৩৭; সনদ হাসান)