• আসসালামু আলাইকুম, খুব শীঘ্রই আমাদের ফোরামে মেজর কিছু চেঞ্জ আসবে যার ফলে ফোরামে ১-৩ দিন আপনারা প্রবেশ করতে পারবেন না। উক্ত সময়ে আপনাদের সকলকে ধৈর্য ধারণের অনুরোধ জানাচ্ছি।

সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

মৃত্যু ও জানাযা জানাযার ছালাতে ছুটে যাওয়া তাকবীরগুলো কীভাবে আদায় করব?

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Top Active User
Threads
870
Comments
1,022
Reactions
9,741
Credits
4,384
উত্তর : জানাযার ছালাতে ছুটে যাওয়া তাকবীরগুলো মুছল্লী ইমামের সালাম ফিরানোর পর আদায় করে নিবে। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ‘ছালাতের যে অংশটুকু তোমরা পাবে সেটুকু আদায় করবে এবং যেটুকু বাদ পড়বে, সেটুকু পূর্ণ করে নিবে’ (ছহীহ বুখারী, হা/৯০৮; ছহীহ মুসলিম, হা/৬০২; মিশকাত, হা/৬৮৬)। এখন কেউ যদি ইমামের সাথে এক তাকবীর পায় এবং তিন তাকবীর ছুটে যায়, তাহলে সে জানাযার ছালাত পূর্ণ করে বাকি তিন তাকবীর ক্বাযা আদায় করবে। সে ইমামের সাথে যতটুকু পেয়েছে তা তার ছালাতের প্রথমাংশ হিসাবে গণ্য করে দ্বিতীয় তাকবীরের পর অন্তত اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمُّد এবং তৃতীয় তাকবীরের পর اَللَّهُمَّ اغْفِرْ لَهُ বলে চতুর্থ তাকবীর দিয়ে সালাম ফিরাবে (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ৮/৩৯৯ পৃ.)

সূত্র: মাসিক আল ইখলাস, জুলাই ২০২৩
 
COMMENTS ARE BELOW

Shohrab Hossain Sunny

Salafi

Salafi User
Threads
1
Comments
9
Reactions
21
Credits
74
উত্তর : জানাযার ছালাতে ছুটে যাওয়া তাকবীরগুলো মুছল্লী ইমামের সালাম ফিরানোর পর আদায় করে নিবে। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ‘ছালাতের যে অংশটুকু তোমরা পাবে সেটুকু আদায় করবে এবং যেটুকু বাদ পড়বে, সেটুকু পূর্ণ করে নিবে’ (ছহীহ বুখারী, হা/৯০৮; ছহীহ মুসলিম, হা/৬০২; মিশকাত, হা/৬৮৬)। এখন কেউ যদি ইমামের সাথে এক তাকবীর পায় এবং তিন তাকবীর ছুটে যায়, তাহলে সে জানাযার ছালাত পূর্ণ করে বাকি তিন তাকবীর ক্বাযা আদায় করবে। সে ইমামের সাথে যতটুকু পেয়েছে তা তার ছালাতের প্রথমাংশ হিসাবে গণ্য করে দ্বিতীয় তাকবীরের পর অন্তত اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمُّد এবং তৃতীয় তাকবীরের পর اَللَّهُمَّ اغْفِرْ لَهُ বলে চতুর্থ তাকবীর দিয়ে সালাম ফিরাবে (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ৮/৩৯৯ পৃ.)

সূত্র: মাসিক আল ইখলাস, জুলাই ২০২৩
জাজাকাল্লাহ খাইরান ভাই 🤎
 
Top