Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 800
- Comments
- 957
- Reactions
- 8,416
- Thread Author
- #1
উত্তর : জানাযার ছালাতে ছুটে যাওয়া তাকবীরগুলো মুছল্লী ইমামের সালাম ফিরানোর পর আদায় করে নিবে। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ‘ছালাতের যে অংশটুকু তোমরা পাবে সেটুকু আদায় করবে এবং যেটুকু বাদ পড়বে, সেটুকু পূর্ণ করে নিবে’ (ছহীহ বুখারী, হা/৯০৮; ছহীহ মুসলিম, হা/৬০২; মিশকাত, হা/৬৮৬)। এখন কেউ যদি ইমামের সাথে এক তাকবীর পায় এবং তিন তাকবীর ছুটে যায়, তাহলে সে জানাযার ছালাত পূর্ণ করে বাকি তিন তাকবীর ক্বাযা আদায় করবে। সে ইমামের সাথে যতটুকু পেয়েছে তা তার ছালাতের প্রথমাংশ হিসাবে গণ্য করে দ্বিতীয় তাকবীরের পর অন্তত اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمُّد এবং তৃতীয় তাকবীরের পর اَللَّهُمَّ اغْفِرْ لَهُ বলে চতুর্থ তাকবীর দিয়ে সালাম ফিরাবে (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ৮/৩৯৯ পৃ.)।
সূত্র: মাসিক আল ইখলাস, জুলাই ২০২৩
সূত্র: মাসিক আল ইখলাস, জুলাই ২০২৩