যে ব্যক্তি ছালাতের সিজদা সংখ্যা নিয়ে সন্দেহে পড়েছেন অর্থাৎ তিনি কি এক সিজদা দিয়েছেন, না-কি দুই সিজদা দিয়েছেন এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান, তাহলে তিনি ইয়াক্বীন তথা নিশ্চিত জ্ঞানের উপর নির্ভর করবেন। ইয়াক্বীন হচ্ছে- ছোট সংখ্যাটি হিসাব করা। তাই তিনি শুধু একটি সিজদা দিয়েছেন ধরে নিয়ে দ্বিতীয় সিজদাটি আদায় করবেন। এরপর সালাম ফেরানোর আগে সাহু সিজদা দিয়ে নেয়া উত্তম। এটি প্রথম কিংবা দ্বিতীয় কিংবা তৃতীয় কিংবা চতুর্থ যে রাক'আতের ক্ষেত্রে হোক না কেন। এরপর সালাম ফিরানোর পূর্বে সাহু সিজদা দিবে; যদি সালাম ফিরানোর পরেও দেয় তাতে কোন অসুবিধা নেই। তবে আগে দেয়াই উত্তম'। (মাজমূউ ফাতাওয়া লিইবনি বায, ১১/৩৫ পৃ.; ইসলাম সাওয়াল ও জাওয়াব, ফওয়া নং-২২৮০২৫)
সূত্র: মাসিক আল ইখলাস, জুলাই ২০২৩
সূত্র: মাসিক আল ইখলাস, জুলাই ২০২৩