উত্তরঃ মহিলাদের চেহারা ও দুই হাতের কব্জি ব্যতীত সর্বাঙ্গ সতর (আবুদাঊদ হা/৪১০৪; মিশকাত হা/৪৩৭২)। সে হিসাবে ছালাতে নারীদের জন্য পায়ের পাতা ঢেকে রাখা উত্তম (আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়া ৭/৮৬)। তবে পায়ের পাতা প্রকাশ পেলে ছালাতের ক্ষতি হবে না, কেননা এটি স্বভাবজাতভাবে প্রকাশিতব্য (তিরমিযী হা/৩৭৭-এর আলোচনা; ইবনু তায়মিয়াহ, মাজমূ ফাতাওয়া ২২/১১৪-১২০; উছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ২/১৬১)। উল্লেখ্য যে, আবুদাঊদ হা/৬৪০ বলা হয়েছে যে, এমন (দীর্ঘ) কাপড় পরে ছালাত আদায় করবে, যাতে পায়ের পাতার উপরাংশ ঢেকে যায় (মিশকাত হা/৭৬৩)। তবে উক্ত হাদীছটির সনদ যঈফ (ইরওয়া হা/২৭৪)।
--- মাসিক আত তাহরীক, মে ২০২১
--- মাসিক আত তাহরীক, মে ২০২১