নির্দিষ্ট কোন দো‘আ নেই। তবে নিম্নোক্ত দো‘আটি পাঠ করা যেতে পারে।- আল্লা-হুম্মা আদখিলনিল জান্নাতা ওয়া আজিরনী মিনান্ না-র (৩ বার)। ‘হে আল্লাহ তুমি আমাকে জান্নাতে প্রবেশ করাও এবং জাহান্নাম থেকে পানাহ দাও’! (তিরমিযী হা/২৫৭২; নাসাঈ হা/৫৫২১; মিশকাত হা/২৪৭৮)।
তবে রাসূলুল্লাহ (ছাঃ) যেহেতু বলেছেন, তোমরা জান্নাত চাইলে ফেরাদাঊস জান্নাত চাও’ (বুখারী হা/২৭৯০; মিশকাত হা/৩৭৮৭), সেহেতু ‘আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফেরদাঊস’ (হে আল্লাহ আমি আপনার নিকটে জান্নাতুল ফেরদাঊস প্রার্থনা করছি) বলা যেতে পারে।
আত তাহরীক
তবে রাসূলুল্লাহ (ছাঃ) যেহেতু বলেছেন, তোমরা জান্নাত চাইলে ফেরাদাঊস জান্নাত চাও’ (বুখারী হা/২৭৯০; মিশকাত হা/৩৭৮৭), সেহেতু ‘আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফেরদাঊস’ (হে আল্লাহ আমি আপনার নিকটে জান্নাতুল ফেরদাঊস প্রার্থনা করছি) বলা যেতে পারে।
আত তাহরীক