Inquisitive
Q&A Master
Salafi User
- Joined
- Feb 23, 2023
- Threads
- 367
- Comments
- 419
- Reactions
- 2,103
- Thread Author
- #1
আ‘উযুবিল্লা-হ বলে বাম দিকে তিনবার থুক মারতে হবে। ওছমান ইবনু আবিল ‘আছ বলেন, ‘হে আল্লাহর রাসূল! শয়তান আমার ছালাত এবং ক্বিরাআতের মধ্যে সন্দেহ সৃষ্টি করে। রাসূল (ছাঃ) উত্তরে বললেন, ‘এটা একটা শয়তান যাকে ‘খিনযাব’ বলা হয়। সুতরাং তুমি যখন এর খটকা অনুভব করবে, তখন তা থেকে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করবে।
অর্থাৎ আ‘উযুবিল্লা-হ বলবে এবং বাম দিকে তিনবার থুক মারবে। রাবী বলেন, আমি এ আমল করাতে আল্লাহ আমার হ’তে শয়তানের খটকা দূরীভূত করেন (মুসলিম হা/২২০৩; মিশকাত হা/৭৭)। উল্লেখ্য যে, থুক মারা অর্থ থুথু ফেলা নয়। বরং অনুচ্চ স্বরে ‘থুক’ আওয়াজ করা।
আত তাহরীক
অর্থাৎ আ‘উযুবিল্লা-হ বলবে এবং বাম দিকে তিনবার থুক মারবে। রাবী বলেন, আমি এ আমল করাতে আল্লাহ আমার হ’তে শয়তানের খটকা দূরীভূত করেন (মুসলিম হা/২২০৩; মিশকাত হা/৭৭)। উল্লেখ্য যে, থুক মারা অর্থ থুথু ফেলা নয়। বরং অনুচ্চ স্বরে ‘থুক’ আওয়াজ করা।
আত তাহরীক