চল্লিশ বছর যাবত নিজের মতের ভিত্তিতে কোনো জবাব দিইনি

  • Thread Author
আবূ হিলাল বলেন, একবার আমি কাতাদার (তাবিয়ী কাতাদা ইবন দি'আমা আস-সাদূসী) নিকট একটি মাসয়ালা জিজ্ঞেস করলাম। তিনি সাফ বলে দিলেন, আমি জানি না। বললাম, নিজের যুক্তির ভিত্তিতে বলে দিন।

বললেন: আমি চল্লিশ বছর যাবত নিজের মতের ভিত্তিতে কোনো জবাব দিইনি। যখন তিনি একথা বলেন তখন তাঁর বয়স পঞ্চাশ বছর। তবে আবু আওয়ানা বলেন- কাতাদা বলতেন, আমি তিরিশ বছর যাবত নিজের মত ও সিদ্ধান্তের উপর ভিত্তি করে কোনো ফাতওয়া দিইনি।

– তাহযীব আল কামাল: ১৫/২২৮
 
Last edited:
Back
Top