প্রশ্ন চন্দ্রগ্রহণের সালাত

আজকে ৭ সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এর সময়ে ২ রাকাত সালাতের দাওয়াত দিলাম অনেক বন্ধু আত্মীয় স্বজনদের আমার আহ্বানে অনেকে ২ রাকাত সালাত কায়েম করেছে আমিও করেছি। যেসময় দাওয়াত দিসি ঐসময় চন্দ্রগ্রহণ শেষ হইতে ১২ মিনিট সময় ছিল। তাড়াহুড়ায় অনেকে সলাত কায়েম করতে যেয়ে অনেকে ২ রাকাত সালাতে ৪ টা রুকু করার কথা ভুলে যায় আমিও ভুলে যাই এই অবস্থায় ছালাতের সময় ও শেষ হয়ে যায়। খুব অনুতাপ লাগতাসে এই জন্যে যে এমনেই চন্দ্রগ্রহণ সব সময় পাবো না এটা পাইলাম এটার মধ্যে ৪ টা রুকু করতে যায়া ২ রুকু তে সালাত শেষ করে ফেলেছি। এই সালাত কি কবুল হবে?
 
আসসালামুয়ালাইকুম ভাই। সহীহ ফিকহুস সন্নাহ ২য় খন্ড ও সালাতে মুবাশ্শির বই পড়েন। সংক্ষেপে জেনে রাখুন, হাদীস অনুযায়ী সূর্য চন্দ্র গ্রহণের সময় যেকোনো সৎ কাজ করার জন্য সওয়াব রয়েছে। আর কবুল করার মালিক আল্লাহ। মানুষ শুধু তার সর্বোচ্চ চেষ্টা করতে পারে। আপনার নিয়ত যদি খালিস থাকে তাহলেই, তো আপনি সুভাগ্যবান।
 
Similar threads Most view View more
Back
Top