‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

ঘুমানোর আগে ও পরের দুআ সমূহ


একশতবার তাসবীহ পাঠ

৩৩ বার সুবহানাল্লাহ

سُبْحَانَ اللَّهِ​


উচ্চারণঃ সুবহা-নাল্লা-হ'

অনুবাদঃ আল্লাহ্‌র পবিত্রতা ঘোষণা করছি।

৩৩ বার আল-হামদু লিল্লাহ

اَلْحَمْدُ لِلَّهِ​


উচ্চারণঃ আল ‘হামদু লিল্লা-হ’

অনুবাদঃ সকল প্রশংসা আল্লাহ্‌র জন্য।

৩৪ বার আল্লাহু আকবার

اَللَّهُ أَكْبَرُ​


উচ্চারণঃ আল্লাহু আকবার

অনুবাদঃ আল্লাহ্‌ সর্বশ্রেষ্ঠ।

রাসূলুল্লাহ্‌ (ﷺ) আলী (রাঃ) এবং ফাতেমা (রাঃ)-কে বলেন: “আমি কি তোমাদেরকে এমন কিছু বলে দিবো না যা তোমাদের জন্য খাদেম অপেক্ষাও উত্তম হবে? যখন তোমরা তোমাদের বিছানায় যাবে, তখন তোমরা দু’জনে বলবেঃ (দুআটি উপরে উল্লেখিত হয়েছে)

রেফারেন্স: বুখারী, (ফাতহুল বারীসহ) ৭/৭১, নং ৩৭০৫; মুসলিম ৪/২০৯১, নং ২৭২৬



 

Share this page