Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 893
- Comments
- 1,064
- Reactions
- 9,591
- Thread Author
- #1
১. আবূ হুরাইরা (রাঃ) অথবা আবূ সাঈদ (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ তা'আল্লা (কিয়ামত দিবসে) সাত প্রকারের লোককে তার (আরশের) ছায়াতলে আশ্রয় প্রদান করবেন, যেদিন তার (আরশের) ছায়া ব্যতীত অন্য কোন ছায়াই (আশ্রয়) অবশিষ্ট থাকবে না। (তাদের একজন হলেন)- এমন ব্যক্তি যে এত গোপনে দান-খাইরাত করেছে যে, তার বাম হাতও জানতে পারেনি যে, তার ডান হাত কি দান করেছে। [বুখারী, মুসলিম, তিরমিজি: ২৩৯১]
২. নবী (সাঃ) বলেছেন, "গোপন দান আল্লাহ তা'আলার ক্রোধ নির্বাপিত করে।" [সহীহ আত তারগীব: ৮৭৫; তাবারানী: ১৬৩৬২]
২. নবী (সাঃ) বলেছেন, "গোপন দান আল্লাহ তা'আলার ক্রোধ নির্বাপিত করে।" [সহীহ আত তারগীব: ৮৭৫; তাবারানী: ১৬৩৬২]