‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

খাবার ও পানীয় গ্রহণের শিষ্টাচার ও দুআ সমূহ


খাবার ও পানীয় গ্রহণের শিষ্টাচার

উমর ইবনু আবী সালামা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ছিলাম আল্লাহ্‌র রাসূল (ﷺ)-এর তত্ত্বাবধানে থাকা এক ছেলে। খাওয়ার সময় আমি পাত্রের বিভিন্ন জায়গায় হাত দিতাম। তখন আল্লাহ্‌র রাসূল (ﷺ) আমাকে বলেন, “এই ছেলে! বিসমিল্লাহ্‌ বলো, তোমার ডানদিক থেকে খাও এবং তোমার পাশের অংশ থেকে খাও!" এর পর থেকে খাওয়ার সময় আমি এ নির্দেশনাগুলো অনুসরণ করে চলেছি।

রেফারেন্স: বুখারীঃ ৫৩৭৬



 

Share this page