ফাযায়েলে আমল খানা শেষে শুকরিয়া আদায়ের ফযিলত

  • Thread starter Thread starter ayub bin abdullah
  • Start date Start date
A

ayub bin abdullah

Guest

আনাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ তা’আলা তাঁর সে বান্দাদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন, যে এক গ্রাস খাদ্য খেয়ে তার প্রশংসা করে অথবা এক ঢোক পানি পান করে তার শুকরানা আদায় করে। [মুসলিম, মিশকাত হা/৪২০০]

’আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন তোমাদের কেউ খাবার খায় এবং আল্লাহর নাম নিতে ভুলে যায়, (স্মরণ হওয়ার পর) সে যেন বলে, ’’বিসমিল্লা-হি আও্ওয়ালাহূ ওয়া আ-খিরাহূ’’ (অর্থাৎ- খাবারের প্রথমে এবং শেষে আল্লাহর নামে)। [তিরমিযী, আবূ দাঊদ, মিশকাত হা/৪২০২]

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ খাবার খেয়ে শুকরিয়া আদায়কারী সংযমী সায়িমের (রোযাদারের) ন্যায় (সাওয়াবের মর্যাদাপ্রাপ্ত হয়)। [তিরমিযী, ইবনু মাজাহ, মিশকাত হা/৪২০৫]

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আমাদেরকে যেকোন খাদ্য খাওয়া শেষে তাঁর শুকরিয়া আদায় করার তাওফীক দান করুন, আমিন।
 
Back
Top