• আসসালামু আলাইকুম, আগামী কয়েকদিনের মধ্যে আমাদের ফোরামে মেজর কিছু চেঞ্জ আসবে যার ফলে ফোরামে ১-৩ দিন মেইনটেনেন্স মুডে থাকবে। উক্ত সময়ে আপনাদের সকলকে ধৈর্য ধারণের অনুরোধ জানাচ্ছি।

সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

অন্যান্য কোন রাফিদ্বীর মৃত্যুতে খুশী হওয়া দোষনীয় নয়

MuhtasimAH

Member

Threads
14
Comments
18
Reactions
184
Credits
78
"হাসান ইবনু ছাফী ইবনু বাযদান আত-তুর্কী ছিল বাগদাদের শাসন প্রক্রিয়ার শীর্ষস্থানীয় আমীরদের একজন, কিন্তু সে ছিল রাফিদ্বী (শীয়া) খবিস, এবং শীয়া মাযহাবের প্রতি গোড়ান্ধ। শিয়ারা-ই তাকে পাহারা দিতো ও তার রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিল। অবশেষে আল্লাহ তাআ'লা মুসলমানদেরকে তার থেকে মুক্তি দিল ঐ বছরের যিলহজ্জ মাসে এবং তাকে তার ঘরেই দাফন দেওয়া হয়। এরপর মাক্বাবেরে কুরাইশ নামক গোরস্থানে তার লাশ স্থানান্তর হয় সুতরাং আল্লাহর প্রশংসা ও অনুগ্রহ জ্ঞাপন করছি। যখন সে মারা যায় তখন তার মৃত্যুতে আহলুস সুন্নাহর অনুসারীগন অনেক খুশি মানিয়েছে এবং আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেছে। তুমি (সেসময়) এমন একজনকেও পাবেনা যিনি আল্লাহর প্রশংসা করেনি!"

— ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ।
--- [আল-বিদায়া ওয়ান-নিহায়া : ১২/৩৩৮]।
 
Top