Member
"হাসান ইবনু ছাফী ইবনু বাযদান আত-তুর্কী ছিল বাগদাদের শাসন প্রক্রিয়ার শীর্ষস্থানীয় আমীরদের একজন, কিন্তু সে ছিল রাফিদ্বী (শীয়া) খবিস, এবং শীয়া মাযহাবের প্রতি গোড়ান্ধ। শিয়ারা-ই তাকে পাহারা দিতো ও তার রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিল। অবশেষে আল্লাহ তাআ'লা মুসলমানদেরকে তার থেকে মুক্তি দিল ঐ বছরের যিলহজ্জ মাসে এবং তাকে তার ঘরেই দাফন দেওয়া হয়। এরপর মাক্বাবেরে কুরাইশ নামক গোরস্থানে তার লাশ স্থানান্তর হয় সুতরাং আল্লাহর প্রশংসা ও অনুগ্রহ জ্ঞাপন করছি। যখন সে মারা যায় তখন তার মৃত্যুতে আহলুস সুন্নাহর অনুসারীগন অনেক খুশি মানিয়েছে এবং আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেছে। তুমি (সেসময়) এমন একজনকেও পাবেনা যিনি আল্লাহর প্রশংসা করেনি!"
— ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ।
--- [আল-বিদায়া ওয়ান-নিহায়া : ১২/৩৩৮]।
— ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ।
--- [আল-বিদায়া ওয়ান-নিহায়া : ১২/৩৩৮]।