সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

পারিবারিক ফিকাহ কোনো মহিলার পেটে বাচ্চা থাকলে কি তালাক পতিত হয়?

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Top Active User
Threads
849
Comments
998
Reactions
9,463
Credits
4,272
উত্তর : প্রচলিত রয়েছে যে, ‘গর্ভাবস্থায় তালাকপতিত হয় না’ । অথচ এটা ভুল ধারণা। বরং গর্ভাবস্থায়ও তালাক পতিত হবে। আব্দুল্লাহ ইবনু ওমর (রা:) ও তাঁর স্ত্রীকে হায়েয চলাকালীন তালাক দিলে ওমর (রা:) রাসূলুল্লাহ (সা:) নিকট এর বিধান জানতে চাইলেন। তখন তিনি বললেন, ‘তাকে তার স্ত্রীকে ফিরত নেয়ার হুকুম দাও। অতঃপর সে যেন তাকে পবিত্র অবস্থা চলাকালে অথবা গর্ভাবস্থায় তালাক দেয়’ (ছহীহ মুসলিম, হা/১৪৭১)। উক্ত হাদীছের ব্যাখ্যায় সুফিয়ান ছাওরী, ইসহাক্ব, শাফেঈ ও আহমাদ বলেন, ‘গর্ভবতী স্ত্রীলোক যে কোন সময়ই তাকে ত্বালাক্ব দেয়া যায়’ (তিরমিযী, হা/১১৭৬)। শায়খ বিন বায (রহ:) বলেন,‘গর্ভবতীর উপরে তালাক পতিত হবে' আলেমগণ এ বিষয়ে সকলেই একমত। এ ব্যাপারে কোন দ্বিমত নেই' (ফাতাওয়াউল ইসলাম সওয়াল ও জাওয়ার, ফাতাওয়া নং-১২২৮৭)। তবে তালাক পতিত হলেও তার ইদ্দতের মেয়াদ হল সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত। অর্থাৎ অন্যত্র বিয়ে বন্ধনে আবদ্ধ হতে চাইল তাকে অবশ্যই সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সে অন্যত্র বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারবে। আল্লাহ তা'আলা বলেন, 'গর্ভবর্তী নারীদের ইদ্দতকাল সন্তান প্রসব পর্যন্ত।' (সূরা আত-তালাক : ৪)।

--- মাসিক আল ইখলাস, সেপ্টেম্বর ২০২৩
 
Top