জবাব : যদি কোনো ব্যক্তি কাউকে ঋণ প্রদান করে এবং তা এক বছর অতিক্রম করে তাহলে উক্ত টাকার যাকাত আদায় করতে হবে কি-না এ ব্যাপারে সহীহ মত হলো- ঋণদাতা সম্পদশালী হলে তার উপর উক্ত অর্থের যাকাত আদায় করা ওয়াযিব হবে। সে চাইলে প্রত্যেক বছরের জন্য পৃথকভাবে যাকাত আদায় করতে পারে অথবা উক্ত অর্থ আদায় করার পরে এক সঙ্গে যাকাত আদায় করতে পারবে। আর ঋণদাতা গরিব হলে অর্থাৎ- প্রদানকৃত ঋণের অর্থ নিসাব পরিমাণ হলেও এ অর্থ ব্যতীত তার নিকট অন্য অর্থ না থাকলে উক্ত অর্থ করায়ত্ত হওয়ার পরে এক বছরের জন্য যাকাত আদায় করলেই তা আদায় হয়ে যাবে। (শারহুল মুমতি' ‘আলা যাদিল মুসতাকনি- মুহাম্মাদ বিন সালেহ আল- উসাইমীন, ৬/২৭ পৃ.)
--- সাপ্তাহিক আরাফাত, ২১ আগস্ট ২০২৩