‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

প্রশ্নোত্তর কোনো বিকৃত বাচ্চা জন্মগ্রহণ করলে, যেমন-দুটো মাথা বা অতিরিক্ত দুই পা, এমন বাচ্চাকে হাসপাতালে মেরে ফেলা হয়। এটা কি জায়েয?

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Top Active User
Threads
849
Comments
998
Reactions
9,468
Credits
4,277
জবাব: জায়েয নয়। এটা হারাম। আল্লাহ কোনো কিছু অনর্থক সৃষ্টি করেন না। তিনি বান্দাদের দেখাতে চান, আমি যা ইচ্ছে করতে পারি এবং যা ইচ্ছে চয়ন করতে পারি। আল্লাহ তাআলা বলেন,

“তোমার প্রতিপালক যা ইচ্ছা সৃষ্টি করেন তার যাকে ইচ্ছা মনোনীত করেন। এতে তাদের কোনো ইখতিয়ার নেই। আল্লাহ পবিত্র ও মহান। তারা যাকে তাঁর সাথে শরীক করে তা থেকে তিনি বহু ঊর্ধ্বে।” (সূরা কাসাস, আয়াত: ৬৮)

আল্লাহ যে বাচ্চাকে দেখাতে চান এবং তিনি যা সৃষ্টি করেছেন, তা হত্যা করা জায়েয নয়। কারণ, এই প্রকার সৃষ্টিকে কোনো কোনো সৃষ্টি পছন্দ করে না। আর এটা কাফিরদের অভ্যাস। এটা জায়েয নয়।

– তুরাসুল আলবানী ফিল ফিকহ, ১৬/৫১৭
– ফাতাওয়ায়ে আলবানী, প্রশ্ন: ৪৬৬; বিলিভার্স ভিশন পাবলিকেশন্স
 

Share this page