কোনো কোনো মুসলিম রাষ্ট্রে নারীদেরকে ফ্রক পরতে দেখা যায়, যা হাঁটু পর্যন্ত ঝুলে থাকে। এমনকি অনেকে হাঁটুর উপরেও উঠিয়ে নেয়। এ জাতীয় পোশাক পরিধানের হুকুম

Joined
Jan 12, 2023
Threads
864
Comments
1,113
Solutions
20
Reactions
13,043
প্রশ্ন: কোনো কোনো মুসলিম রাষ্ট্রে নারীদেরকে ফ্রক পরতে দেখা যায়, যা হাঁটু পর্যন্ত ঝুলে থাকে। এমনকি অনেকে হাঁটুর উপরেও উঠিয়ে নেয়। শরীআতে এ জাতীয় পোশাক পরিধানের হুকুম কী? যেসব নারীরা পর্দার বিধানকে অবহেলা করে, তাদের প্রতি আপনার নছীহত কী?

উত্তর: বেগানা পুরুষের সামনে পায়ের নলা বের করে রাখা নিঃসন্দেহে হারাম। তবে মুখ খোলা রাখা তার থেকে গুরুতর অন্যায়। কেননা পায়ের নলার তুলনায় মুখ দেখে পুরুষরা বেশি আকৃষ্ট হয়। পবিত্র কুরআন ও ছহীহ সুন্নাহ দ্বারা পর্দার অপরিহার্যতা সাব্যস্ত হয়েছে। আমি 'রিসালাতুল হিজাব' নামক একটি পুস্তিকায় বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেছি। নারীদের মুখ খোলা রাখার বৈধতা প্রমাণের জন্য যে সমস্ত হাদীছকে দলীল হিসেবে পেশ করা হয়, সেগুলোর জবাব প্রথমে সংক্ষিপ্তভাবে এবং পরে বিস্তারিতভাবে দিয়েছি।

যেসব নারী হাঁটু পর্যন্ত অথবা হাঁটুর উপরিভাগ পর্যন্ত ঝুলিয়ে ফ্রক পরে, তারা যেন সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করে এবং এ নিকৃষ্ট প্রথা সমাজে চালু হওয়ার কারণ না হয়। রাসূল (ﷺ) বলেন, 'যে ব্যক্তি ইসলামে কোনো খারাপ প্রথা চালু করবে, তার জন্য তার গুনাহ তো রয়েছেই, উপরন্তু সে খারাপ প্রথার যারা অনুসরণ করবে, তাদের সমপরিমাণ গুনাহও তার জন্য রয়েছে। অবশ্য তাদের গুনাহ বিন্দুমাত্র হ্রাস করা হবে না'।

মুসলিম পরিবার সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
মূল : শায়খ মুহাম্মাদ ইবনে ছলেহ আল-উছায়মীন
-অনুবাদ : ড. আব্দুল্লাহিল কাফী মাদানী​



 
Last edited:
Back
Top