- Joined
- Jan 3, 2023
- Threads
- 699
- Comments
- 844
- Reactions
- 7,429
- Thread Author
- #1
সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটির সাবেক সদস্য শাইখ মুহাম্মাদ ইবনু সালেহ আল-উসাইমীন (রহিমাহুল্লাহ) তাঁর মূল্যবান কিতাব 'আল-ইবদা ফী কামালিশ শারঈ ওয়া খাতারিল ইবতেদা' (২১-২৩ পৃষ্ঠা) তে বলেন, হে ভাতৃমণ্ডলী! কোনো আমল যদি ছয়টি বিষয় অনুযায়ী না হয়, তাহলে অনুসরণ সঠিকভাবে হবে না (ছয়টি দিক থেকে আমলগুলো বিদআত হবে)। সেগুলো হলো,
১. কারণ : যেমন- বৃষ্টি হওয়ার কারণে কোনো ব্যক্তির দুই রাকাআত সালাত আদায় করা।
২. শ্রেণি : যেমন- নগদ অর্থ দিয়ে কোনো ব্যক্তির ফিতরা আদায় করা।
৩. পরিমাণ : যেমন- কোনো ব্যক্তির মাগরীবে চার রাকাআত সালাত আদায় করা।
৪. ধরন ও পদ্ধতি : যেমন- কোনো ব্যক্তির ওযু করার সময় দুই পা আগে ধৌত করা, সর্বশেষে মুখমন্ডল ধৌত করা।
৫. সময় : যেমন- রমযান মাসে কোনো ব্যক্তির কুরবানী করা।
৬. স্থান : যেমন- খোলা প্রান্তরে কোনো ব্যক্তির ইতেকাফ করা।
হে ভাতৃমণ্ডলী! আপনারা মাড়ির দাঁত দিয়ে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর সুন্নাতকে আঁকড়ে ধরুন, সালাফে সালেহীনের পথে চলুন এবং তারা যেই আদর্শের ওপর ছিলেন, আপনারাও সেই আদর্শের ওপর থাকুন এবং আপনারা লক্ষ্য করুন যে, এগুলো আপনাদের কোনো ক্ষতি করে কিনা?
— আল কওলুল মুফীদ আদিল্লাতিত তাওহীদ (আবশ্যিক তাওহীদ শিক্ষা); মাকতাবাতুস সুন্নাহ, রাজশাহী
১. কারণ : যেমন- বৃষ্টি হওয়ার কারণে কোনো ব্যক্তির দুই রাকাআত সালাত আদায় করা।
২. শ্রেণি : যেমন- নগদ অর্থ দিয়ে কোনো ব্যক্তির ফিতরা আদায় করা।
৩. পরিমাণ : যেমন- কোনো ব্যক্তির মাগরীবে চার রাকাআত সালাত আদায় করা।
৪. ধরন ও পদ্ধতি : যেমন- কোনো ব্যক্তির ওযু করার সময় দুই পা আগে ধৌত করা, সর্বশেষে মুখমন্ডল ধৌত করা।
৫. সময় : যেমন- রমযান মাসে কোনো ব্যক্তির কুরবানী করা।
৬. স্থান : যেমন- খোলা প্রান্তরে কোনো ব্যক্তির ইতেকাফ করা।
হে ভাতৃমণ্ডলী! আপনারা মাড়ির দাঁত দিয়ে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর সুন্নাতকে আঁকড়ে ধরুন, সালাফে সালেহীনের পথে চলুন এবং তারা যেই আদর্শের ওপর ছিলেন, আপনারাও সেই আদর্শের ওপর থাকুন এবং আপনারা লক্ষ্য করুন যে, এগুলো আপনাদের কোনো ক্ষতি করে কিনা?
— আল কওলুল মুফীদ আদিল্লাতিত তাওহীদ (আবশ্যিক তাওহীদ শিক্ষা); মাকতাবাতুস সুন্নাহ, রাজশাহী