বিদআত কোনো আমল যদি ছয়টি বিষয় অনুযায়ী না হয়, তাহলে তা বিদআত হবে

    Nobody is reading this thread right now.
Joined
Jan 3, 2023
Threads
699
Comments
844
Reactions
7,429
সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটির সাবেক সদস্য শাইখ মুহাম্মাদ ইবনু সালেহ আল-উসাইমীন (রহিমাহুল্লাহ) তাঁর মূল্যবান কিতাব 'আল-ইবদা ফী কামালিশ শারঈ ওয়া খাতারিল ইবতেদা' (২১-২৩ পৃষ্ঠা) তে বলেন, হে ভাতৃমণ্ডলী! কোনো আমল যদি ছয়টি বিষয় অনুযায়ী না হয়, তাহলে অনুসরণ সঠিকভাবে হবে না (ছয়টি দিক থেকে আমলগুলো বিদআত হবে)। সেগুলো হলো,

১. কারণ : যেমন- বৃষ্টি হওয়ার কারণে কোনো ব্যক্তির দুই রাকাআত সালাত আদায় করা।

২. শ্রেণি : যেমন- নগদ অর্থ দিয়ে কোনো ব্যক্তির ফিতরা আদায় করা।

. পরিমাণ : যেমন- কোনো ব্যক্তির মাগরীবে চার রাকাআত সালাত আদায় করা।

৪. ধরন ও পদ্ধতি : যেমন- কোনো ব্যক্তির ওযু করার সময় দুই পা আগে ধৌত করা, সর্বশেষে মুখমন্ডল ধৌত করা।

৫. সময় : যেমন- রমযান মাসে কোনো ব্যক্তির কুরবানী করা।

৬. স্থান : যেমন- খোলা প্রান্তরে কোনো ব্যক্তির ইতেকাফ করা।

হে ভাতৃমণ্ডলী! আপনারা মাড়ির দাঁত দিয়ে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর সুন্নাতকে আঁকড়ে ধরুন, সালাফে সালেহীনের পথে চলুন এবং তারা যেই আদর্শের ওপর ছিলেন, আপনারাও সেই আদর্শের ওপর থাকুন এবং আপনারা লক্ষ্য করুন যে, এগুলো আপনাদের কোনো ক্ষতি করে কিনা?

— আল কওলুল মুফীদ আদিল্লাতিত তাওহীদ (আবশ্যিক তাওহীদ শিক্ষা); মাকতাবাতুস সুন্নাহ, রাজশাহী
 
আসসালামু আলাইকুম ভাই,

এই বইটা কেনার ইচ্ছে আছে। এফবিতে দেখেছিলাম খুব তারাতারি প্রকাশ পাচ্ছে। আপনি কি বাংলাটা পড়েছেন নাকি আরবি ভার্শন? আল্লাহ শেখ সালেহ আল উসাইমিন কে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। শায়খের ব্যাখ্যা এবং লেখা আমার খুব ভালো লাগে। আমি রিয়াদুস সালেহিন এর শারহ এর ইংরেজি ভার্শনটা পরে এতই ভালো লেগেছে যে দুয়া করছি কেউ যদি তা বাংলায় অনুবাদ করে বের করে সংক্ষিপ্ত না করে পুরোটাই।
 
আসসালামু আলাইকুম ভাই,

এই বইটা কেনার ইচ্ছে আছে। এফবিতে দেখেছিলাম খুব তারাতারি প্রকাশ পাচ্ছে। আপনি কি বাংলাটা পড়েছেন নাকি আরবি ভার্শন? আল্লাহ শেখ সালেহ আল উসাইমিন কে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। শায়খের ব্যাখ্যা এবং লেখা আমার খুব ভালো লাগে। আমি রিয়াদুস সালেহিন এর শারহ এর ইংরেজি ভার্শনটা পরে এতই ভালো লেগেছে যে দুয়া করছি কেউ যদি তা বাংলায় অনুবাদ করে বের করে সংক্ষিপ্ত না করে পুরোটাই।
ওয়ালাইকুম আসসালাম..ভাই

প্রকাশনী কতৃক অনুমোদিত পিডিএফ পড়েছি। (বাংলা)
 
ওয়ালাইকুম আসসালাম..ভাই

প্রকাশনী কতৃক অনুমোদিত পিডিএফ পড়েছি। (বাংলা)

আমিও একটু পড়লাম। প্রথমে শুনেছিলাম এটা শায়খ উসাইমিন রাঃ এর লেখা যেটা সেটা, এখন বুঝলাম এটা তারটা নয়। ইয়েমেন এর শায়খ ইবন আলি ইয়ামিনি ওয়াসাবি রাঃ এর এটা। তবুও সাবলীল সুন্দর একটা বই।
 
Similar threads Most view View more
Back
Top